ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীন প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে রোববার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
এর আগে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থী। সেখান থেকে প্রথম পর্বে নির্বাচিত হন ১ হাজার ৫৪০ জন। গত ২৬ অক্টোবর অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।
এই পরীক্ষায় ২৫৮ জন শিক্ষার্থী পাস করেছেন। এই ইউনিটে মোট আসন ১৩৫টি।
‘চ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী কাবেরী আজাদ রামী। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন ৯০ দশমিক ২৫ নম্বর। এর মধ্যে সাধারণ জ্ঞান অংশে ৩২ দশমিক ২৫ নম্বর ও লিখিত অংশে ৫৮ নম্বর।
এসএসসি ও এইচএসসির রেজাল্টে জিপিএ ফাইভ থাকায় এ অংশে এই শিক্ষার্থী ২০ নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বরই পেয়েছেন। ফলে তার মোট নম্বর ১১০ দশমিক ২৫।
দ্বিতীয় হয়েছেন সরকারি নাজিমুদ্দিন কলেজের শিক্ষার্থী মারিয়াম মালিহা। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছে ৮৪ দশমিক ২৫। এর মধ্যে সাধারণ জ্ঞান অংশে ২৮ দশমিক ২৫ নম্বর ও লিখিত অংশে ৫৬ নম্বর।
এসএসসিতে জিপিএ ফাইভ থাকলেও এইচএসসিতে সেটি না থাকায় রেজাল্টে তিনি ১৯.৭৮ নম্বর পেয়েছেন। ফলে তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৪ দশমিক ০৩।
জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান নিপু হয়েছেন তৃতীয়। ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন ৮০ দশমিক ৭৫ নম্বর। এর মধ্যে সাধারণ জ্ঞান অংশে ২৭ দশমিক ২৫ নম্বর ও লিখিত অংশে ৫৩ দশমিক ৫ নম্বর।
এসএসসি ও এইচএসসির রেজাল্টে জিপিএ ফাইভ থাকায় এ অংশে এই শিক্ষার্থী ২০ নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বরই পেয়েছেন। ফলে তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০০ দশমিক ৭৫।