নরসিংদীতে সহিংসতা ও প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। প্রচার ও ভোটের দিনের সহিংসতায় তিন ইউপিতে এখানে মাত্র ১৫ দিনে প্রাণ হারিয়েছেন ১০ জন। পুলিশসহ আহত হয়েছে শতাধিক মানুষ।
স্থানীয়রা বলছেন, নরসিংদীর চরাঞ্চলগুলোতে আগে থেকেই সংঘর্ষ হয়ে আসছে। তুচ্ছ ঘটনায়ও এখানকার বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নির্বাচন সেই দ্বন্দ্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
তাদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘর্ষ থামাতে রাজনৈতিক দলের নেতারা কখনও পদক্ষেপ নেননি, বরং তারা এটিকে ব্যবহার করে আসছেন। এ কারণে নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বজায় রাখা ও প্রতিপক্ষকে দমাতে রক্তক্ষয়ী সংঘর্ষে মেতে উঠেছিলেন গ্রামপতিরা।
দেশে দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে নরসিংদী সদর উপজেলার দুটি এবং রায়পুরার ১০টিতে ভোট হয় ১১ নভেম্বর। নির্বাচনকে ঘিরে এখানে বিভিন্ন বিবাদী দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ হয়ে নিহত ১০ জন হলেন বাঁশগাড়ি গ্রামের সালাউদ্দিন মিয়া, দুলাল মিয়া ও জাহাঙ্গীর; কাচারিকান্দি এলাকার সাদিব মিয়া ও হিরণ মিয়া; নেকজানপুর গ্রামের আমির হোসেন ও একই গ্রামের আশরাফুল, খুশি বেগম এবং অজ্ঞাতপরিচয় একজন।
স্থানীয়রা জানান, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চারটি। এর মধ্যে আলোকবালী, চরদীঘলদী ও করিমপুরে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। রায়পুরার চরাঞ্চলেও নিয়মিত সংঘর্ষ হয়। এখানে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই একাধিক পক্ষ রয়েছে, নির্বাচনে রাজনৈতিক দ্বন্দ্ব তাতে নতুন মাত্রা দিয়েছে।
জেলায় নির্বাচনি সহিংসতার শুরু রায়পুরার পাড়াতলী ইউনিয়ন থেকে। ২৮ অক্টোবর এখানে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন।
স্থানীয়রা জানান, ইউনিয়নের কাচারিকান্দি এলাকার ইউপি সদস্য শাহ আলম এবং একই গ্রামের ছোট শাহ আলমের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে ছয় মাস এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছোট শাহ আলমের পক্ষের দুজন নিহত হন। ওই ঘটনায় ইউপি সদস্য শাহ আলমের পক্ষের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর সেই পক্ষ গ্রামে ঢোকার চেষ্টা করে।
২৮ অক্টোবর তারা শাহ আলম মেম্বারের সদস্যরা টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামে ঢুকে ছোট শাহ আলমের বাড়িতে হামলা চালান। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছোট শাহ আলম গ্রুপের সাদির ও হিরন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পাঁচ দিন পর আহত সুলমান মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।
ওই ঘটনার পর সাব মিয়া নামে একজনকে দুটি পাইপগান ও ৩টি রাবার বুলেটসহ গ্রেপ্তার করে পুলিশ।
৪ নভেম্বর সংঘর্ষ হয় আলোকবালী ইউনিয়নে। পুলিশ জানায়, আলোকবালীর চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। কিছুদিন আগে তাদের সমর্থকদের মধ্যে সংষর্ষও হয়।
আলোকবালী ইউপি নির্বাচনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন আসাদুল্লাহ আসাদ। পরে অবশ্য নেতা-কর্মীদের চাপে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
তবে এ নিয়ে আসাদুল্লাহ সমর্থক মেম্বার প্রার্থী রিপন মোল্লা ও দীপু সমর্থক মেম্বার প্রার্থী আবু খায়ের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে রিপন মোল্লার সমর্থকরা ৪ নভেম্বর সকালে টেঁটা, বল্লম ও অস্ত্র নিয়ে নেকজানপুর গ্রামে আবু খায়ের সমর্থকদের ওপর হামলা চালান। পরে উভয় পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউপিতে ভোটের আগের রাতে সংঘর্ষে জড়ায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক ও বিদ্রোহী প্রার্থী রাতুল হাসান জাকিরের পক্ষ। আতঙ্ক সৃষ্টি, আধিপত্য বিস্তার ও মাঠ দখল করতে দুই প্রার্থীর সমর্থকরা রাত ৩টার দিকে সংঘর্ষে জড়ান।
বর্তমান চেয়ারম্যান আশরাফুলের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী জাকিরের বাড়িতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন প্রাণ হারান। আহত হন কমপক্ষে ২০ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঁশগাড়িতে নিহত সালাউদ্দিনের স্ত্রী আঁখি বেগম জানান, তার স্বামী ঢাকার গাজীপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। ভোট দেয়ার জন্য তিনি বাড়িতে যান। নৌকার প্রার্থীর লোকজন তাদের বাড়িতে গিয়ে সালাউদ্দিনকে গুলি করে হত্যা করেন।
নিহত জাহাঙ্গীরের বোন ফুলমালা জানান, তার ভাই মালয়েশিয়াপ্রবাসী। ছয় মাস আগে দেশে ফিরে এলাকায় ব্যবসা শুরু করেন। ভোটের দিন সকালে কেন্দ্র দখল করে নৌকা প্রার্থীর লোকজন জাল ভোট দিচ্ছে- এমন তথ্য পেয়ে বের হওয়ার পর নৌকার প্রার্থী আমির হোসেনের পক্ষের গুলিতে তিনি নিহত হন।
ভোটের দিন চসুবুদ্ধি ইউনিয়নেও সংঘর্ষ হয়েছে। এ কারণে মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মো. নাসির উদ্দীন ও দলের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশের এসআই নিয়ামত ও আনসার সদস্য কাউসারসহ অনেকে আহত হন।
স্থানীয় বাসিন্দা, রাজনীতিবিদ ও পুলিশ জানিয়েছে, নির্বাচনে রায়পুরায় রক্ত ঝরার আরেক কারণ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল। ক্ষমতাসীন দলের নেতাদের পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ায় হতাহত বেশি হয়েছে।
তবে এবার নির্বাচনের সময় হওয়া সংঘর্ষে যুক্ত হয়েছে আগ্নেয়াস্ত্র। ১০ জনের সবাই নিহত হয়েছেন গুলিতে।
আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ার বিষয়টি র্যাবের অভিযানেও বোঝা গেছে। ভোটের দুই দিন আগে ৯ নভেম্বর নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী, রায়পুরার মির্জারচর ও নিলক্ষাচরে অভিযান চালায় বাহিনীটি। ওই সময় স্বাধীন বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটে।
অভিযানে উদ্ধার করা হয় ১টি রিভালবার, রিভালবারের ২টি গুলি, যুক্তরাষ্ট্রের তৈরি ১টি শটগান, শটগানের ২৯টি গুলি, ১টি ওয়ান শুটারগান, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট, ৬টি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এ সময় গ্রেপ্তার করা হয় ১২ জনকে।
চরাঞ্চলের ভঙ্গুর যোগাযোগব্যবস্থার বিষয়টিও উঠে এসেছে তাদের কথায়। তারা জানান, দুর্গম হওয়ায় এখানে পুলিশের নজরদারি কম। দুর্গম চরাঞ্চল এবং অন্য জেলার সীমান্তবর্তী হওয়ায় খুব সহজেই অপরাধীরা গা ডাকা দিতে পারে।
রায়পুরার একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুই যুগের বেশি সময় ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরায় এমন সহিংস ঘটনা ঘটছে। উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটা, বল্লম, দা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়ান। আর এর ফায়দা লোটেন গুটি কয়েক নেতা আর গ্রাম্য মোড়ল।
তারা কখনও এ দল কখনও অন্য দলকে সমর্থন দেন। এভাবেই গ্রামবাসীকে ব্যবহার করে নিজেদের স্বার্থ লোটেন মোড়লরা। তবে এবার ভয়াবহ বিষয়টি হলো দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার।
আওয়ামী লীগের দলীয় কোন্দলের বিষয়টিও উঠে এসেছে। ১০ জনের সবাই মারা গেছেন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বিষয়টি স্বীকার করেছেন।
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমাদের রাজনৈতিক ব্যর্থতার কারণেই চরাঞ্চলগুলোতে সহিংসতার ঘটনা ঘটে চলছে। এত বছরে কোনো হত্যাকাণ্ডের বিচার হতে দেখিনি।
‘সবই নিজেদের আধিপত্য ও স্বার্থ হাসিলের জন্য আপস করে নেয়। আর যারা এগুলো থামাবেন, তারাই এসব নিয়মিত উসকে দিচ্ছেন। চার-পাঁচটা ঘটনার বিচার হলেই এসব থেমে যেত।’
আলোকবালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন হাসান সরকার বলেন, ‘আওয়ামী লীগের দলীয় কোন্দল আর আধিপত্যের কারণে আজকে আলোকবালীতে এ ধরনের সহিংসতা হচ্ছে। শুধু তা-ই নয়, আলোকবালী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হয়ে আওয়ামী লীগের কর্মীদের ওপর সহিংসতা চালাচ্ছে।
‘আজকে আমি আওয়ামী লীগের লোক হয়েও গত কয়েক বছর ধরে বাড়িছাড়া। শুধু আলোকবালী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের কারণে।’
নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া বলেন, ‘চরাঞ্চলগুলোর এই সহিংসতা দীর্ঘদিন ধরে চলে আসছে। মূলত আধিপত্য বিস্তারের জন্যই দুই দলে ভাগ হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
‘রাজনৈতিক বিভাজনের সুযোগ নিয়ে তারা এসব চালিয়ে যেতে পারছে। এসব থামাতে ক্ষমতাসীন দল হিসেবে আমরা যথেষ্ট ভূমিকা রাখতে পারছি না।’
তবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন বলেন, ‘আলোকবালীর নির্বাচনি সহিংসতায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দ্বন্দ্বে হত্যাকাণ্ডটি ঘটে। এর মধ্যে কারও ইন্ধন থাকতে পারে, কিন্তু আমাদের দলীয় কোনো প্রভাব নেই।
‘পুলিশ তদন্ত করে যা পাবে সেটাই হবে। এটাতে আমাদের বলার কিছু নেই। হত্যার ঘটনায় পুলিশ তদন্ত করে যা নিশ্চিত করবে, আমরা তাতেই সহমত পোষণ করব।’
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, কাচারিকান্দি ও আলোকবালীর ঘটনায় মামলা হয়েছে। ভোটের দিন সহিংসতায় যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চরে সহিংসতা এড়াতে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘পুলিশ যতই চেষ্টা করুক যদি সমাজের মানুষের মধ্যে পরিবর্তন না আসে, তাহলে এ বর্বরতা কমবে না। আমি রায়পুরা ও সদরের চরাঞ্চলের কয়েকটি বিষয় লক্ষ করে দেখলাম চরাঞ্চলের শিশু-কিশোরদের মধ্যে পর্যন্ত এ ধরনের হানাহানির বিষ ছড়িয়ে দেয়া হচ্ছে।
‘এ বয়সে যারা মাটির পুতুল বা খেলাধুলা নিয়ে থাকার কথা, এমন শিশুরা কাগজ দিয়ে টেঁটা-বল্লম তৈরি করে। আর সেগুলো দিয়েই তারা খেলাধুলা করে। যদি এমনটাই চলতে থাকে, তাহলে চরাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে।’