বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুকুরের জন্য ভালোবাসা

  •    
  • ১৩ নভেম্বর, ২০২১ ১৫:৪৬

প্রমিক্সকো গ্রুপের চেয়ারম্যান মৌসুমী ইসলাম বলেন, ‘লিনিস আমার প্রিয় কুকুর ছিল। চিকিৎসকরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু কিছুই করার ছিল না। লিনিসকে বাঁচানো যায়নি।’

একটি কুকুর কোলে নিয়ে হাউমাউ করে কাঁদছেন এক নারী। পাশেই টেবিলের পাশে দাঁড়ানো চিকিৎসক হতাশায় মাথা নিচু করে আছেন।

পেছনে আরও কয়েকজনের হতাশ দৃষ্টি। এমনই একটি ছবি শুক্রবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখেই বোঝা যাচ্ছে ছবিটি কোনো হাসপাতাল বা অপারেশন থিয়েটারের।

খোঁজ নিয়ে জানা গেছে কুকুর কোলে নিয়ে কান্না করা নারীর নাম মৌসুমী ইসলাম। তিনি প্রমিক্সকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এলডি ভেটেরিনারি হসপিটাল ও ডে কেয়ার সেন্টারের চেয়ারম্যান।

তার পোষা বেশ কয়েকটি কুকুরের মধ্যে একটির নাম লিনিস। ছবিতে মৌসুমীর কোলে এই লিনিসকেই দেখা যাচ্ছে।

লিনিস তিব্বতের লাসা এপসো প্রজাতির কুকুর। দেশে এসব কুকুর খুব একটা দেখা যায় না। তবে কেউ কেউ শখের বসে পোষেন এই প্রাণীটি।

দুই সপ্তাহ আগে ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে লিনিসের। ঢাকায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় এই কঠিন অসুখের কথা।

এর মধ্যে মৌসুমী যোগাযোগ করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধরের সঙ্গে।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘সাধারণত ব্রেস্ট ক্যানসার হলেও কুকুর ছয় মাসের মত বাঁচে। কিন্তু লিনিসের সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। তার বাঁচার সম্ভাবনা ২ থেকে ৩ মাস। বিষয়টি ওনাকে জানিয়েছি।’

তিনি বলেন, আবার অপারেশনের মাধ্যমে এটাকে সারিয়ে তোলার চেষ্টা করা যেতে পারে। কিন্তু সফল হওয়ার নিশ্চয়তা ছিল না।

‘বিষয়টা ওনাকে জানাই, উনি চেষ্টা করার অনুরোধ করেন। আমরা সাত জন সার্জন মিলে কুকুরটিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছি। তিন ঘণ্টার অপারেশন। সবকিছু সফলভাবে শেষ হয়েছে। অপারেশন শেষে লিনিস জেগে উঠেছিল, কিন্তু ফুসফুস বিকল হয়ে যাওয়ায় অক্সিজেন নিতে পারছিল না। ধীরে ধীরে পালস রেট কমতে থাকে, কুকুরটি মারা যায়।’

এ বিষয়ে প্রমিক্সকো গ্রুপের চেয়ারম্যান মৌসুমী ইসলাম বলেন, ‘লিনিস আমার প্রিয় কুকুর ছিল। চিকিৎসকরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন। কিন্তু কিছুই করার ছিল না। লিনিসকে বাঁচানো যায় নি।’

এ বিভাগের আরো খবর