বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ‘তারুণ্যনির্ভর আগামীর নতুন বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বৃহস্পতিবার সকালে উপজেলার থানার মোড় এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাচ্চু মোল্লা বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কর্মী সম্মেলন থেকেই আমরা আগামী জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপিকে বিজয়ী করার অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলার ১৪ ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতৃস্থানীয় নেতাকর্মী ও দলের অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন।