বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিম ছেড়ে ইলিশ সাগরে, মিলছে না নদীতে

  •    
  • ১৩ নভেম্বর, ২০২১ ০৮:২৩

বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকার জেলে পনু মিয়া বলেন, ‘এখন নদীতে কেউ জাটকা ধরে না। মোরা বড় ফাঁসের জাল বানাইছি। এই জালে দুই-এউক্কা যা ইলিশ পাই, হেইয়াই বেইচ্চা-কিন্না কোনো রহম দিন কাডাই।’

উপকূলীয় এলাকার নদ-নদীতে এখন আর ইলিশ ধরা পড়ছে না বললেই চলে। ডিম ছেড়ে সমুদ্রে ফিরতে যাওয়া ইলিশ শিকারে জাল ফেললেও তাতে ধরা পড়ছে না কিছুই।

নদ-নদী ও মোহনায় জাটকা শিকারে নিষেধাজ্ঞার কারণে এখন ছোট ফাঁসের জাল ফেলছেন না জেলেরা। বড় ফাঁসের জাল ব্যবহার করে ইলিশ শিকারে নেমে অধিকাংশ সময়ই শূন্য হাতে ফিরছেন জেলেরা। তাদের ধারণা, ডিম ছাড়া শেষে অধিকাংশ ইলিশ গভীর সমুদ্রে ফিরে গেছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে ইলিশ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিসুর রহমান নিউজবাংলাকে জানান, গত বছর ৫১ দশমিক ২ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছিল। এ বছর দেশের নদ-নদী ও মোহনায় ৫১ দশমিক ৭ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে, যা গত বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি।তিনি বলেন, ‘বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, শরীয়তপুরসহ ১০টি পয়েন্টে আমরা ইলিশের ডিম ছাড়া পর্যবেক্ষণ করেছি। এবার অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। আমরা আশা করছি, এই মৌসুমে ইলিশের উৎপাদন ৬ লাখ টন ছাড়িয়ে যাবে।’আনিসুর রহমান আরও বলেন, ‘এখন আমাদের এই ইলিশ রক্ষা করতে হবে। মাছ বড় হতে দিতে হবে। জাটকা সংরক্ষণে চলমান পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। এটা যথাযথভাবে করা সম্ভব হলে অধিকাংশ ইলিশ সংরক্ষণ সম্ভব হবে। এ ছাড়া অভয়ারণ্যগুলোতে শতভাগ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে হবে।’

বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকার জেলে পনু মিয়া বলেন, ‘এখন নদীতে কেউ জাটকা ধরে না। মোরা বড় ফাঁসের জাল বানাইছি। এই জালে দুই-এউক্কা যা ইলিশ পাই, হেইয়াই বেইচ্চা-কিন্না কোনো রহম দিন কাডাই।’

বরগুনা সদরের বরইতলা এলাকার জেলে নুরুল ইসলাম বলেন, ‘মোগো গাঙ্গে এহন আর বড় ইলিশ নাই। বড় ফাঁসের জাল পাইত্যা এউক্কা-দুউগ্গা মাছ পাই।

‘ইলিশের পোনা না বাঁচাইলে মোরাও বাঁচতে পারমু না। গাঙ্গে মোরা কেউ ছোডো ফাঁসের জাল হালাই না। এহন যদি পোনা মারি তয় হারা বচ্ছর ধরমু কি?’

ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। ছবি: নিউজবাংলা

পাথরঘাটার ট্রলার মালিক আব্বাস মিয়া বলেন, ‘ইলিশ যা পাই এহনও প্যাডের মইদ্দে আন্ডা (ডিম) পাই। তয় এহন আর ইলিশ তেমন ধরা পড়তেছে না। ডিম ছাইড়্যা সব সাগরে চইল্লা গ্যাছে মোনে হয়।’বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিশ্বজিৎ কুমার দেব জানান, বরগুনার তিনটি প্রধান নদ-নদী ও মোহনায় এ বছর নির্বিঘ্নে ইলিশ ডিম ছেড়েছে। প্রজননের সময় শেষ হওয়ায় ইলিশ নদী থেকে সমুদ্রে ফিরতে শুরু করেছে।

তিনি বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। যার ফলে এবার ডিম ছাড়ার হার বেড়েছে। এখন জাটকা শিকারে নিষেধাজ্ঞা চলছে। এ কার্যক্রম বাস্তবায়নেও আমরা জেলেদের সচেতন করাসহ নানা পদক্ষেপ নিয়েছি। আশা করছি ইলিশ সুরক্ষায় সফল হব।’

এ বিভাগের আরো খবর