লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
উপজেলার লোহাকুচি সীমান্তে শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ময়নাচড়া মালগাড়া এলাকার মোসলেম উদ্দিন ও মালগাড়া এলাকার বালাটারী গ্রামের ভাষানী।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মোসলেম ও ভাষানী গরু ব্যবসায়ী বলে জানা গেছে। শুক্রবার ভোরে সীমান্ত থেকে গরু আনতে গেলে বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল সদস্যরা তাদের দিকে গুলি ছোড়েন।
বর্তমানে সেখানে বিজিবি টহল দিচ্ছে। কিন্তু তারা কিছু বলতে রাজি হয়নি।
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গত ৩ নভেম্বর বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি প্রাণ হারান। এর ১০ দিন না যেতেই একই ধরনের ঘটনা ঘটল লালমনিরহাটে।