মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনে নিয়ে বাংলাদেশের বাজারে আসছে জাপানের প্রযুক্তি খাতের বৃহত্তম বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক।
বিকাশের অধিকাংশ শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ বর্তমান শেয়ারধারীদের সঙ্গে সফটব্যাংকের শেয়ার হস্তান্তরের চুক্তি অনুমোদন করেছে।
বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য প্রকাশ করে। তবে এই লেনদেনের আর্থিক পরিমাণ সেখানে প্রকাশ করা হয়নি। বিকাশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিনিয়োগের অঙ্ক উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বিকাশের প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধরনের শেয়ারেই বিনিয়োগ করবে সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে বিকাশে ব্র্যাক ব্যাংকের অংশীদারত্বে কোনো পরিবর্তন আসছে না।
বিকাশের শেয়ার বিক্রির বিষয়ে ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তি
এর মানে হলো, সফটব্যাংক বিকাশের বর্তমান বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কেনার পাশাপাশি নতুন ইস্যু করা শেয়ারও পাবে। তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারে যেহেতু পরিবর্তন আসছে না, সফটব্যাংকের কাছে বিক্রি হবে বিকাশের অন্য শেয়ারধারীদের হাতে থাকা শেয়ার।
তবে কারা শেয়ার বিক্রি করছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বিকাশ ও ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্র্যাক ব্যাংক বিকাশের ৫১ শতাংশের মালিক। এছাড়া যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কোম্পানি মানি ইন দ্য মোশশের হাতে ২৯ শতাংশ, বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আইএফসির হাতে ৯ দশমিক ৯ শতাংশ এবং আলিবাবা গ্রুপের কোম্পানি আলিপের কাছে বাকি ১০ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং আলিপে সিংগাপুরও প্রেফারেন্স শেয়ার আকারে বিকাশে বিনিয়োগ করেছে।
বিকাশে সফটব্যাংকের বিনিয়োগের এই খবরে পুঁজিবাজারে বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৪ টাকা ৪ পয়সা বেড়ে ৪৮ টাকা ৭০ পয়সায় উঠেছে। আগের দিন এর দাম ছিল ৪৪ টাকা ৩০ পয়সা।
বিকাশের শেয়ার বিক্রির খবরে বৃহস্পতিবার পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়েছে
জাপানভিত্তিক বহুজাতিক বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক ১০০ বিলিয়ন ডলারের ভিশন ফান্ড পরিচালনা করে। ভিশন ফান্ড এর মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন দেশে তথ্য প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করে।
বিকাশ বিনিয়োগ পাচ্ছে সফটব্যাংকের ভিশন ফান্ডের একটি অংশের ভিশন ফান্ড-২ বিম (ডিই) এলএলসির মাধ্যমে। এর আগে ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিনিয়োগ করেছে তারা।
সফটব্যাংকের ভিশন ফান্ড-১ ভারতীয় এমএফএস পেটিএম- এ বিনিয়োগ করে।
২০২০ সালে বিকাশের লোকসানের পরিমাণ ছিল ৬৭ কোটি ৪৪ লাখ টাকা। আর ব্র্যাক ব্যাংক ২০২০ অর্থবছরে ৪৪১ কোটি ৩৪ লাখ টাকা মুনাফা করেছিল।
বিকাশের বিজ্ঞপ্তি
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও সমৃদ্ধ করতে সফটব্যাংক ভিশন ফান্ড-২ বিকাশে বিনিয়োগ করেছে। বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিসেবা নিশ্চিত করার মাধ্যমে বিকাশের গ্রাহকবান্ধব প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করবে এই বিনিয়োগ।
প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশন এলএলসি এর যৌথ অংশীদারত্বে ২০১১ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠান বিকাশ এখন নানা ধরনের মোবাইল আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে কোম্পানিটির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬০ লাখ।
বিকাশের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, ‘গত ১০ বছরের নিরন্তর প্রচেষ্টায় কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট রেগুলেশনের আওতায় প্রযুক্তিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিকাশ গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলের আস্থা অর্জন করেছে। এই বিনিয়োগ তারই এক স্বীকৃতি এবং বিকাশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে আস্থার নিদর্শন।’
বিনিয়োগটিকে দেশ ও এর অর্থনীতির সফল ডিজিটাল রূপান্তরেরই একটি উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করি, একইভাবে দেশের অন্যান্য সফল উদ্যোক্তা ও উদ্ভাবকরাও বিশ্বব্যাপী বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন।’
সফটব্যাংক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারস এর ম্যানেজিং পার্টনার গ্রেগ মুন বলেন, ‘শক্তিশালী অর্থনীতি তৈরিতে আর্থিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। একটি নিরাপদ, সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে বিকাশ বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করেছে।’
তিনি বলেন, ‘বিকাশের সঙ্গে অংশীদারত্বে আমরা আনন্দিত। সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিষেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিকাশের লক্ষ্যের সহাযোগী হিসেবে থাকতে পারা আমাদের জন্য আনন্দের।’