ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার বীররামপুর ভাটিপাড়ায় বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিনা ও সোহরাব উদ্দিন, হাজি মোহাম্মদ কলিমুদ্দিন ও আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার অটোরিকশা চালাতেন।
আহতরা হলেন, মাহাবুল ও ৯ বছর বয়সী রনি।
বুধবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনা ও সোহরাব উদ্দিন মারা যান। এর আগে দুর্ঘটনাস্থলেই অটোরিকশা চালক আব্দুল সাত্তার ও কলিমুদ্দিনের মৃত্যু হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন।
তিনি বলেন, সকালে বালিপাড়া ইউনিয়ন থেকে ত্রিশালের দিকে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক যাচ্ছিল। পথে বীররামপুর ভাটিপাড়ায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী নিহত হন।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত চার যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে আরও দুইজন মারা যান। বাকি দুইজনের চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের নিহত দুইজনের মরদেহ মর্গে রাখা আছে।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।