বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

  •    
  • ৯ নভেম্বর, ২০২১ ০৯:২০

রজব বলেন, ‘মোহরের নেতৃত্বে তার সমর্থকরা আমার লোকের ওপর হামলা করেছে। এতে আমার ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছে। পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি শান্ত করে।’ তবে মোহরের দাবি, ‘ফলের দোকানদারের সঙ্গে খারাপ আচরণ করায় গণ্ডগোল হয়েছে। নির্বাচন নিয়ে না। আমি ঘটনাস্থলে ছিলামও না, পরে এসেছি। প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িঘরে হামলা করেছে।’

শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

সদর থানায় সোমবার রাত ১২টার দিকে মামলা করেন মোরগ প্রতীকের সদস্য প্রার্থী রজব আলী ও মঙ্গলবার ভোরে মামলা করেন তালা প্রতীকের প্রার্থী জিকির আলী মোহর।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার ২ নম্বর চরশেরপুর ইউনিয়নের নাজিরাবাগ বাজারে রজব আলীর নির্বাচনি প্রচারে বাধা দেয় মোহরের সমর্থকরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কুপিয়ে গুরুতর আহত করা হয় রজবের সমর্থক হারুন অর রশীদকে। এ ছাড়া রজবের পক্ষের শাকিল, শান্ত, মহিজলসহ অন্তত ১০ এবং মোহরের বাবা আখতার আলী ও সমর্থক আমীর হামজা আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা খাইরুল ইসলাম সুমন জানান, চরশেরপুর থেকে আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রজব নিউজবাংলাকে বলেন, ‘মোহরের নেতৃত্বে তার সমর্থকরা আমার লোকের ওপর হামলা করেছে। এতে আমার ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছে। পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি শান্ত করে।’

মোহর দাবি করে বলেন, ‘ফলের দোকানদারের সঙ্গে খারাপ আচরণ করায় গণ্ডগোল হয়েছে। নির্বাচন নিয়ে না। আমি ঘটনাস্থলে ছিলামও না, পরে এসেছি। প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িঘরে হামলা করেছে।’

ওসি মুনসুর আহম্মেদ জানান, রজব ১১ জনকে আসামি করে ও মোহর ১৬ জনকে আসামি করে মামলা করেছেন। একজন আরেকজনকে প্রধান আসামি করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ বিভাগের আরো খবর