ডলারের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করেই চলেছে বাংলাদেশ ব্যাংক। সোমবারও ২ কোটি ডলারের মতো বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে গত আড়াই মাসে ১৬৬ কোটি ডলার বিক্রি করেছে। এরপরও দাম ধরে রাখা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই বাড়ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্রের মুদ্রার দর।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছে ৮৫ টাকা ৭৫ পয়সা দরে ডলার বিক্রি করেছে। রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণীসহ অধিকাংশ ব্যাংক সেই ডলার ৩ টাকা ২৫ পয়সা বেশি লাখ রেখে ৮৯ টাকায় গ্রাহকদের কাছে বিক্রি করেছে। আর খোলাবাজারে সেই ডলারের দাম উঠেছে ৯১ টাকায়।
মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো ব্যাংকগুলোর চেয়ে ৫০ পয়সা বেশি দরে ৮৯ টাকা ৪০ পয়সা থেকে ৮৯ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি করছে।
তিন মাস আগে বাংলাদেশ ব্যাংক এই ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছিল ৮৪ টাকা ৮০ পয়সায়। ওই সময় ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে ৮৬ টাকা থেকে ৮৬ টাকা ৫০ পয়সা দরে। খোলাবাজারে দর ছিল ৮৭ থেকে ৮৮ টাকার মধ্যে।
বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর মধ্যে ডলারের লেনদেনকে আন্তব্যাংক লেনদেন বলে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন এই দর নির্ধারণ করে দেয়। ব্যাংকগুলো সব সময়ই এই দরের চেয়ে দুই-আড়াই টাকা বেশি দামে ডলার বিক্রি করে। যখন বাজারে ডলারের চাহিদা বেড়ে যায় তখন তিন-চার টাকা বেশি দামে ডলার বিক্রি করে ব্যাংকগুলো।
সোমবার আন্তব্যাংক মুদ্রাবাজারের সঙ্গে ব্যাংকগুলোর ডলার বিক্রির তথ্য তুলনা করলেই তার সত্যতা খুঁজে পাওয়া যায়। এদিন আন্তব্যাংক লেনদেনের রেট ছিল ৮৫ টাকা ৭৫ পয়সা। সোনালী, জনতা, ও অগ্রণী ব্যাংক ৮৯ টাকায় ডলার বিক্রি করেছে।
বাজারের চাহিদা বিবেচনায় প্রচুর ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গত ১৯ আগস্ট থেকে সোমবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে ১৬৬ কোটি ডলার বিক্রি করেছে।
অথচ বাজার স্থিতিশীল রাখতে গত ২০২০-২১ অর্থবছরে রেকর্ড প্রায় ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও ২০ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়।
মহামারি করোনার ধাক্কায় গত অর্থবছরের প্রথমার্ধে আমদানি বেশ কমে গিয়েছিল। উল্টোদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেশ বেড়ে যায়। সে কারণে বাজারে ডলারের সরবরাহও বেড়ে গিয়েছিল। সে সময় বাজারে যাতে ডলারের দর কমে না যায়, সেজন্য রেকর্ড পরিমাণ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।
বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভে একের পর এক যে রেকর্ড হচ্ছিল, তাতে এই ডলার কেনার একটা অবদান ছিল।
কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আমদানি বাড়ছে অস্বাভাবিক হারে; কমে গেছে রেমিট্যান্স। সে কারণে বাজারে ডলারের সংকট দেখা দিয়েছে। চাহিদা মেটাতে এখন ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকায় অস্বাভাবিক দাম বাড়ার শঙ্কা নেই। এখনও রিজার্ভে ৪৫ বিলিয়ন ডলারের মতো জমা আছে। প্রয়োজনমতো সেখান থেকে ডলার বাজারে ছাড়া হবে।
অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চাহিদা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি স্বাভাবিক একটি প্রক্রিয়া। বৈদেশিক মুদ্রাবাজারে কেন্দ্রীয় ব্যাংকের এ হস্তক্ষেপকে সময়োপযোগী একটা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তারা।
গত আগস্ট থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে। আন্তব্যাংক মুদ্রাবাজারেই এই তিন মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকা প্রায় ১ টাকা দর হারিয়েছে। ৫ আগস্ট আন্তব্যাংক লেনদেনে প্রতি ডলার ৮৪ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়। এক বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় ‘স্থির’ ছিল ডলারের দর। বাড়তে বাড়তে সোমবার তা ৮৫ টাকা ৭৫ পয়সায় উঠেছে।
মতিঝিলের ডলার ব্যবসায়ী রিপন মিয়া নিউজবাংলাকে বলেন, সোমবার ৯০ টাকা ৬০ পয়সা থেকে ৭০ পয়সায় ডলার বিক্রি হয়েছে। দু-একজন ৯১ টাকায়ও বিক্রি করেছেন।
ঠিক কাজটিই করছে কেন্দ্রীয় ব্যাংক
দাম বাড়ার লাগাম টেনে ধরতেই কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার ছাড়ছে বলে মনে করছেন গবেষক ও ব্যাংকাররা। তারা বলেছেন, আমদানি বাড়ায় বাজারে ডলারের চাহিদা বেড়েছে। স্বাভাবিক নিয়মেই বাড়ছে দর।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর নিউজবাংলাকে বলেন, ‘আমদানি বাড়ায় ডলারের চাহিদা বাড়ছে। আর চাহিদা বাড়লে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার ছেড়ে ঠিক কাজটিই করছে।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি—সব ধরনের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বাংলাদেশের পরিস্থিতিও স্বাভাবিক বলা যায়। রপ্তানিতে বেশ ভালো প্রবৃদ্ধি হচ্ছে। এখন দেশে পুরোদমে উৎপাদন কর্মকাণ্ড চলছে। সব মিলিয়ে আমদানি বাড়াটাই স্বাভাবিক। আর এটা অর্থনীতির জন্য মঙ্গল।’
তিনি বলেন, ‘সব মিলিয়ে ডলারের চাহিদা বাড়ায় দাম বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করছে। এত দিন বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনা হয়েছিল। এখন সেই একই কারণে বিক্রি করা হচ্ছে।
‘এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক সব সময়ই করে থাকে। যখন যেটা প্রয়োজন, সেটাই করা হয়।’
আমদানি বাড়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ৪৫ বিলিয়ন (৪ হাজার ৫০০ কোটি) ডলারের নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১৩ কোটি ১০ লাখ ডলারের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৪৪ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে আসে, যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, গত সেপ্টেম্বর মাসে ৬৯৯ দশমিক ৬০ কোটি (৭ বিলিয়ন) ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে, যা এক মাসের হিসাবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। আর চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ১৮ দশমিক ৭২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৪৭ দশমিক ৫৬ শতাংশ বেশি।
রেমিট্যান্সের চার মাসের তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই চার মাসে (জুলাই-অক্টোবর) ৭০৫ কোটি ৫০ লাখ (৭ দশমিক ০৫ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২০-২১ অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৮১ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। এ হিসাবে এই চার মাসে রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ।
তবে রপ্তানি বাণিজ্যে বেশ উল্লম্ফন দেখা যাচ্ছে। এই চার মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে ১৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৬২ শতাংশ বেশি।