বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবরার হত্যা: আরও ৪ আসামির পক্ষে যুক্তি উপস্থাপন

  •    
  • ৮ নভেম্বর, ২০২১ ২০:১২

সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আসামি বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা, এএসএম নাজমুস সাদাত ও আকাশ হোসেনের পক্ষে তাদের আইনজীবীরা যুক্তি উপস্থাপন শেষ করেছেন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আরও চার আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন তাদের আইনজীবীরা।

এ নিয়ে মামলাটিতে ২৫ আসামির মধ্যে ২৩ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলো।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুঞা।

সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আসামি বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা, এএসএম নাজমুস সাদাত ও আকাশ হোসেনের পক্ষে তাদের আইনজীবীরা যুক্তি উপস্থাপন শেষ করেছেন।

এরপর আগামী ১১ নভেম্বর বাকি থাকা দুই আসামি অনিক সরকার ও মো. মুজাহিদুর রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঠিক করেছে আদালত।

এ পর্যন্ত যুক্তি উপস্থাপিত হওয়া সকল আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে তাদের পক্ষের আইনজীবীরা বেকসুর খালাস প্রদানের দাবি করেছেন আদালতে।

শুনানির সময় এদিন কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানির পর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিদের বিরুদ্ধে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অচিযোগ রয়েছে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান।

১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। মামলাটিতে ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্য নেয় আদালত।

১৪ মার্চ এ মামলায় কারাগারে থাকা ২২ আসামি আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন। অপর তিন আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি।

পরে কয়েকজন আসামি নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্যও দেন।

৭ সেপ্টেম্বর মামলায় কিছু ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষ মামলাটিতে ফের অভিযোগ গঠনের আবেদন করে।

৮ সেপ্টেম্বর আদালত ২৫ আসামির বিরুদ্ধে ফের অভিযোগ গঠন করেন। পড়ে ১৪ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে ২২ আসামি আবারও নিজেদের নির্দোষ দাবি করেন।

এ বিভাগের আরো খবর