মেহেরপুরের গাংনী ও মুজিবনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। নির্বাচনি আইন অমান্য করে দেয়াল ছেয়ে গেছে পোস্টারে। ভোর থেকে রাত পর্যন্ত টানা প্রচার চলছে মাইকে।
গাংনী উপজেলার পাঁচ ও মুজিবনগরের চার ইউনিয়নে ভোট ১১ নভেম্বর।
নির্বাচনি এলাকায় দেখা যায়, ইউনিয়নগুলোর হাটবাজারে প্রচার জমে উঠেছে। প্রার্থীরা যে যার মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন।
গাংনীর বামন্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শামীমের কাছে দেয়ালে পোস্টার সাটানোর বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমি সমর্থকদের শুধু পোস্টার টাঙানোর কথা বলেছি। এখন দেখি দেয়ালে লাগিয়েছে, তারা এটা ঠিক করেনি। এটা নির্বাচনি আচরণবিধিতে নিষেধ আছে।’
গাংনী উপজেলার ৫ নম্বর মটমুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘পোস্টারগুলো শুধু আমার একার নয়, এখানে সব প্রার্থী দেয়ালে পোস্টারিং করেছেন। অতীতেও নির্বাচনে দেয়ালে পোস্টার সাঁটানো হতো।’
এইচএসসি পরিক্ষার্থী সাব্বির আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘ভোটের মাইক থামতেই চায় না। সকাল ৯টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত টানা চলে। সামনে পরীক্ষা, মাইকের শব্দে পড়াশোনায় ক্ষতি হচ্ছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার জানান, নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছেন ।