চলতি নভেম্বরে তিন কোটি ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুরের সুরাবাড়ী এলাকায় ডিবিএল ফার্মাসিউটিক্যালসের কারখানা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন দিয়ে দেশে করোনায় মৃত্যু শুরু হয়েছিল, শনিবার আমরা আবার একজনে ফিরেছি। ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু একজনে নেমে এসেছে।’
তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রায় সাত কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। প্রতি মাসে টিকা কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ মাসে আশা করছি তিন কোটি ডোজ টিকা দেয়া সম্ভব হবে।
‘তিন কোটি ডোজ দিতে পারলে আরও দুই কোটি নতুন লোক টিকা পাবেন। এরই মধ্যে ২১ কোটি টিকা কেনা হয়েছে। সিরিঞ্জও বিদেশ থেকে কিনতে হয়েছে। সেগুলো শিডিউল অনুযায়ী আনা হচ্ছে।’
এর আগে ডিবিএল ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ওষুধশিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. হাবিব ই মিল্লাত, ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল বাশার ও ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কারখানা চত্বরে ঔষধি গাছের চারা রোপণ করেন।
১২ একর জমির ওপর ডিবিএলের প্রকল্পে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, ইনহেলারসহ প্রায় সব ধরনের ওষুধ উৎপাদন হবে।