আইসিটি সেলের পর্যবেক্ষণে পাওয়া ‘কিছু ত্রুটির’ কারণে নির্ধারিত সময়ের দুই দিন পর শনিবার মধ্যরাতে ওয়েবসাইটে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে ফল। ওয়েবসাইট ও ফেসবুকে বিস্তারিত ফল প্রকাশ করা হবে ৪৮ ঘণ্টা পর।
প্রাথমিক ফল অনুযায়ী, ডি ইউনিটে এবার পাসের হার ২৮ শতাংশ।
ছয় দিন পরও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় শনিবার ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। তারা জানান, ফল প্রকাশে দেরি হলে ভর্তি নিয়ে দুর্নীতির আশঙ্কা দেখা দেবে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আইসিটি সেলের পর্যবেক্ষণে কিছু ত্রুটি পাওয়ায় ফল প্রকাশে দেরি হয়েছে। কী ধরনের 'ত্রুটি' ছিল সেটি পরিষ্কার করে জানায়নি কর্তৃপক্ষ ও আইসিটি সেল।
তবে ডি ইউনিটে ভর্তি কমিটির সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ত্রুটির বিষয়টি অস্বীকার করেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা রেজাল্ট প্রসেস করছিলাম, তাই দেরি হয়েছে। বৃ্হস্পতিবার দেয়ার কথা ছিল, কিন্তু আমাদের আরও কাজ ছিল। কোনো ত্রুটি নেই, আমরা বারবার দেখছিলাম যাতে কোনো ত্রুটি-বিচ্যুতি না থাকে।’