বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঋণখেলাপির দায়ে যুবলীগ নেতার মনোনয়নপত্র বাতিল

  •    
  • ৫ নভেম্বর, ২০২১ ২২:৪১

‘গত ১ নভেম্বর ছয় লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রসিদ জমা দিয়েছি। তার পরও ঋণখেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা বলছেন, টাকা পরিশোধের ডকুমেন্ট তারা হাতে পাননি।’

নওগাঁর বদলগাছী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির দায়ে আনোয়ার হোসেন নামে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। প্রার্থিতা ফিরে পেতে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

জানা গেছে, উপজেলার পাহাড়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে আটটি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুজনের প্রার্থিতা বাতিল করা হয়। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়নপত্র ঋণখেলাপির দায়ে বাতিল করা হয়। আগামী ৫-১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

আনোয়ার হোসেন বলেন, ‘বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে সহযোগিতা করেছিলাম। গত ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রসিদ জমা দিয়েছি। তার পরও ঋণখেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা বলছেন, টাকা পরিশোধের ডকুমেন্ট তারা হাতে পাননি।’

তিনি আরো বলেন, ‘বাতিল আদেশ প্রত্যাহার করে প্রার্থিতা ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। প্রয়োজনে আপিল করব।’

বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহা. সেজারুদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আনোয়ার হোসেন একজন ঋণখেলাপি। সে জন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি টাকা পরিশোধ করেছেন এমন তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগ পর্যন্ত আমরা পাইনি। তিনি বলেন, মনোনয়নপত্র বাতিলকৃত ব্যক্তিরা আপিল করার সুযোগ পাবেন।

এ বিভাগের আরো খবর