নৌকায় ভোট না দিলে এলাকায় কবর দিতে দেয়া হবে না বলে হুমকি দেয়া কক্সবাজারের সেই ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
বৃহস্পতিবার রাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগটি করেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমরান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সঞ্জুর মোরশেদ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হলদিয়াপালং ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ইমরান নিউজবাংলাকে বলেন, ‘উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহ আলম ১ নভেম্বর নির্বাচনি প্রচারে তার প্রতিদ্বন্দ্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।
‘তিনি আমার কর্মী-সমর্থকদের এলাকায় কবর দিতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। এমনকি মসজিদেও ঢুকতে দেবেন না বলে হুমকি দিয়েছেন। এতে আমার সমর্থকরা নামাজ পড়তে মসজিদে যেতে পারছেন না। এটা সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত। ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘ডিভিওটি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। প্রতিপক্ষরা আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এমন কাজ করছে।’
এ ধরনের বক্তব্যকে নির্বাচনি আরচণবিধির স্পষ্ট লঙ্ঘন বলছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন। আওয়ামী লীগের এই নেতাকে কারণ দর্শাতে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।