চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে ছাত্রলীগের ছয় নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এক জরুরি সভায় বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ছয় নেতাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা ছাত্রলীগ।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
অব্যাহতি দেয়া ছয় ছাত্রলীগ নেতা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান, সহসম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মেজবাউল আলম ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন চৌধুরী।
জিলানী বলেন, ‘১১ নভেম্বরের ইউপি নির্বাচনে বাঁশবাড়িয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন শওকত আলী জাহাঙ্গীর। তবে এই ছয়জন নৌকার হয়ে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের অব্যাহতি দেয়া হয়েছে।’
অন্য কোনো পদধারী নেতার বিরুদ্ধেও একই অভিযোগ পেলে এবং অভিযোগের সত্যতা মিললে বহিষ্কার করা হবে বলে জানান এই ছাত্রলীগ নেতা।