বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার দেশেই বোয়িং-৭৭৭ এর ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ২০:৪০

তাহেরা খন্দকার বলেন, ‘বিমানের দক্ষ প্রকৌশলীরা বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে ২০ অক্টোবর ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেন। বৃহস্পতিবার সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে।’

প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় বোয়িং-৭৭৭ মডেলের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন করেছেন বিমান বাংলাদেশ এয়ালাইনসের প্রকৌশলীরা। এর ফলে প্রায় চার লাখ ডলার সাশ্রয় করতে পেরেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি বলেন, ‘বিমানের দক্ষ প্রকৌশলীরা বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে ২০ অক্টোবর ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে।’

এর আগে নিজস্ব ব্যবস্থাপনায় বিমান প্রকৌশলীরা বোয়িং-৭৮৭-ড্রিমলাইনার উড়োজাহাজের সি-চেক সম্পন্ন করেন।

তাহেরা খন্দকার বলেন, ‘ল্যান্ডিং গিয়ার পরিবর্তন অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। প্রতি দশ বছর পর পর ল্যান্ডিং গিয়ার পরিবর্তন করে ওভারহোল করা হয়।

‘বিমানের চারটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ রয়েছে। প্রথমটির ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন সম্পন্ন হলো। এ বছর ডিসেম্বরে বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন করা হবে।’

বিমানের কর্মকর্তারা জানান, একটি উড়োজাহাজের অত্যাবশ্যকীয় রক্ষণাবেক্ষণের অংশ হলো সি-চেক এবং ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন। এতদিন দেশে সি-চেকসহ অত্যাবশ্যকীয় রক্ষণাবেক্ষণের কাজগুলো করার সুযোগ ছিল না। বিমানসহ দেশি এয়ারলাইনসগুলোকে সিঙ্গাপুরের প্রকৌশলীদের ওপর নির্ভর করতে হতো। দেশে এ সুযোগ তৈরি হওয়ায় বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

তাহেরা খন্দকার বলেন, ‘বিমানের নিজস্ব স্থাপনা, ব্যবস্থাপনা ও জনবল দ্বারা কাজটি সফলভাবে সম্পন্ন করার ফলে আনুমানিক ৪ লাখ ডলার সাশ্রয় হয়েছে।

‘চারটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কাজ সম্পন্ন হলে বিমানের প্রায় ১ দশমিক ছয় মিলিয়ন ডলার সাশ্রয় হবে।’

এ বিভাগের আরো খবর