নাটোরের গুরুদাসপুরে শিকারির হাত থেকে রক্ষা পেয়েছে দুই শতাধিক বক পাখি।
বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার মশিন্দা মাছপাড়া, হাজিরহাট, নয়াবাজার, কাছিকাটা, হাসমারি, দারিহাসমারিসহ প্রায় ১২টি বিলে অভিযান চালান পরিবেশকর্মীরা।
এ সময় পরিবেশকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাখি শিকারিরা। অভিযানে দুই শতাধিক বক উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে পাখি শিকারে ব্যবহৃত খেজুরপাতা ও বাঁশ দিয়ে তৈরি ২৭টি ফাঁদঘর ধ্বংস করা হয়। পাখি রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতেও নিরলস কাজ করছেন স্থানীয় পরিবেশকর্মীরা।
পরিবেশকর্মী নাজমুল হাসান বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশকর্মীদের নিয়ে প্রতিদিন বিভিন্ন দুর্গম মাঠে অভিযান পরিচালনা করে পাখি অবমুক্ত করা হচ্ছে। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ জেনেও শিকারিরা পাখি শিকারে মেতে উঠেছেন। জীববৈচিত্র্য রক্ষায় পাখি অবমুক্ত অভিযান চলবে।’