কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তি আটক হয়েছেন।
জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্প থেকে বুধবার বেলা ১টার দিকে তাকে আটক করে পুলিশ।
এসব নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
তিনি বলেন, জাফর-মুবারজান দম্পতি জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক সি/৬-এর বাসিন্দা ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার অভিযোগ স্বীকার করেছেন জাফর। জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিবাগত রাতে মুবারজানকে গলা কেটে হত্যা করেছেন তিনি।
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসপি তারিকুল ইসলাম আরও বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।