বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিচ্ছন্নতাকর্মীর কোটা-অগ্রাধিকার নিয়োগ চায় হরিজন সম্প্রদায়

  •    
  • ২ নভেম্বর, ২০২১ ২২:১৬

নওগাঁ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সভাব চন্দ্র বলেন, ‘আমাদের জন্ম পেশা হচ্ছে পরিচ্ছন্নতাকর্মী বা সুইপারি। আমরা অন্য কোথাও চাকরি করতেও পারি না। জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে হরিজনদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে পরীক্ষার মাধ্যমে।’

কোটা বাস্তবায়ন এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিলের দাবিতে নওগাঁয় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হরিজন ফাউন্ডেশন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক হারুন অর রশীদের কাছে এ স্মারকলিপি জমা দিয়েছে হরিজন ফাউন্ডেশন নওগাঁ শাখা।

এ বিষয়ে নওগাঁ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সভাব চন্দ্র হাড়ী জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নকর্মী নিয়োগে ৮০ শতাংশ কোটা বাস্তবায়ন এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিলের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের জন্ম পেশা হচ্ছে পরিচ্ছন্নতাকর্মী বা সুইপারি। আমরা অন্য কোথাও চাকরি করতেও পারি না। জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে হরিজনদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে পরীক্ষার মাধ্যমে।

‘যেহেতু হরিজন সম্প্রদায়ের মানুষের পড়াশোনা কম, সে ক্ষেত্রে এসব চাকরিতে আমাদের চেয়ে অন্য সম্প্রদায়ের মানুষ বেশি সুযোগ পাবে। তাই সরকারের কাছে আমাদের দাবি, এসব চাকরিতে হরিজনদের কোটার সংখ্যা বাড়ানোসহ সুযোগ-সুবিধা বাড়ানো হোক।’

জেলা প্রশাসক হারুন অর রশীদ স্বারকলিপি গ্রহণের পর জানান, সরকারি বিধির বাহিরে নিয়োগ প্রক্রিয়ার কোনো সুযোগ নেই। স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলো সরকারের ঊর্ধ্বতনদের জানানো হবে।’

এসময় বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রাম্ভই নাথ, নওগাঁ হরিজন ঐক্য পরিষদের আহ্বায়ক রতন হাড়ী, ভানু বাসভোড়সহ হরিজন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর