বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকার মিছিলে স্বতন্ত্র সমর্থকদের হামলার অভিযোগ

  •    
  • ২ নভেম্বর, ২০২১ ০১:০২

গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থী মশিউর রহমান রাত সাড়ে ১০টার দিকে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেব।’

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সহিংসতার খবর পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমানের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী টুটুল আহমেদের লোকজন।

এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল।

নৌকার প্রার্থী মশিউর রহমান বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে ভ্রমরদহ গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বিল পাড়ায় প্রচার চালাচ্ছিলেন আমার সমর্থকরা। এ সময় স্বতন্ত্র প্রার্থী টুটুল আহমেদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালান।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা সাবেক চেয়ারম্যান বজলুর রহমানকে ২০০৩ সালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। একই কায়দায় আমাকেও হত্যার পরিকল্পনা করা হচ্ছে।’

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে টুটুল আহমেদ বলেন, ‘নৌকার প্রার্থী আমাদের ওপর হামলার পরিকল্পনা করছে। অবস্থা বেগতিক হলে আইনের আশ্রয় নেব।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থী মশিউর রাত সাড়ে ১০টার দিকে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেব।’

এ বিভাগের আরো খবর