পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যাল আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি আয় করে লভ্যাংশও বাড়িয়েছে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছ কোম্পানিটি। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। অর্থাৎ বিনিয়োগকারীরা শেয়ার প্রতি পাবেন সাড়ে তিন টাকা, পাশাপাশি প্রতি ১০০ শেয়ারে পাবেন ১৫টি শেয়ার।
আগের বছর বিনিয়োগকারীরা ৩৫ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলের বিনিয়োগকারীরা।
রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুলাই থেকে জুন পর্যন্ত কোহিনূরের শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৫৪ পয়সা। গত বছর এই আয় ছিল ৮ টাকা ৩২ পয়সা, যা ১০ শতাংশ বোনাস সমন্বয়ের পর হয় ৭ টাকা ৪৯ পয়সা।
এই হিসাবে কোম্পানির আয় বেড়েছে ৩ টাকা ৫ পয়সা বা ৪০ শতাংশ।
কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। গত ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৯ টাকা ৩৪ পয়সা।
কোম্পানিটির শেয়ারদর গত এক বছর অনেকটাই এক জায়গায় স্থির ছিল। যখন ফ্লোর প্রাইস ছিল তখন গত বছরের মার্চ থেকে চলতি বছরের জুন পর্যন্ত ফ্লোর প্রাইস ৪৭২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর ৬ মার্চ থেকে দাম কমতে কমতে এক পর্যায়ে ৩৭৭ টাকায় নেমে আসে। তবে গত ২৭ জুন সেখান থেকে শুরু হয় উত্থান। ১৩ সেপ্টেম্বর বছরের সর্বোচ্চ দর ৫৪৯ টাকায় লেনদেন হয়। এরপর আবার শুরু হয় দর সংশোধন।
লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারদর এক দিনেই ৩০ টাকা ৪০ পয়সা বেড়ে ৪৯৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
এবার লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর। অর্থাৎ যারা লভ্যাংশ নিতে চান, তাদেরকে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ১২ জানুয়ারি।