বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালেদার বায়োপসি রিপোর্ট বিশ্লেষণে বসছে মেডিক্যাল বোর্ড

  •    
  • ৩১ অক্টোবর, ২০২১ ১৪:২৪

মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বায়োপসির রিপোর্ট আমরা পেয়েছি। মেডিক্যাল বোর্ড সেটি নিয়ে নিজেদের মধ্যে বেসিক আলাপ করে ফেলেছে। সে অনুযায়ী নতুন কায়দায় চিকিৎসাও শুরু হয়েছে। এটা অ্যানালাইসিস করার জন্য মেডিক্যাল বোর্ড একটু বসবে।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট হাতে এসেছে। রিপোর্ট বিশ্লেষণে বসছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।

ওই বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন রোববার দুপুরে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বায়োপসির রিপোর্ট আমরা পেয়েছি। মেডিক্যাল বোর্ড সেটি নিয়ে নিজেদের মধ্যে বেসিক আলাপ করে ফেলেছেন। সে অনুযায়ী নতুন কায়দায় চিকিৎসাও শুরু হয়েছে। এটা অ্যানালাইসিস করার জন্য মেডিক্যাল বোর্ড একটু বসবেন।’

রিপোর্টের ফলাফল জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘ঐ যে বললাম। মেডিক্যাল বোর্ড বসবে। তখন বিস্তারিত জানা যাবে।’

তবে এ মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানান তার এই ব্যক্তিগত চিকিৎসক।

খালেদা জিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতেই তার বায়োপসি রিপোর্ট হাতে এসেছে।

খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমরা তো তাকে হাসপাতালে ভিজিট করতে যেতে পারি না। ফোনে ফোনে আলাপে যতটা ইনফরমেশন পাওয়া যায়। শুনেছি রিপোর্ট এসেছে। সেটার পরিপ্রেক্ষিতে নতুন ধারায় চিকিৎসাও চলছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ম্যাডাম ভালো আছেন শুনেছি। সার্বিক অবস্থা ডাক্তার আর মহাসচিব জানেন। পরে আমাদের অবহিত করেন।’

বায়োপসি কী

রোগ শনাক্তের অংশ হিসেবে দেহের কোনো অংশ থেকে টিস্যু নেয়াকে বায়োপসি বলা হয়। এ প্রক্রিয়ায় সুচের সাহায্যে ছোট্ট নমুনা টিস্যু সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শরীরে সন্দেহজনক কোনো পিণ্ড বা টিউমারে ক্যানসার ছড়িয়েছে কি না, সেটি নিশ্চিতে বায়োপসি করা হয়ে থাকে।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট উম্মে নাজমিন ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘মূলত ক্যানসার রোগ নির্ণয় করার জন্য বায়োপসি করা হয়। এই পরীক্ষার মধ্য দিয়ে মানবদেহের কোষ সংগ্রহ করা হয়। তাই এই পরীক্ষা দিয়ে কোনো কোনো টিউমার ক্যানসারের জন্য দায়ী না হলেও সেগুলো সম্পর্কে জানা যায়।

‘টিবি (যক্ষ্মা) নির্ণয় করতেও বায়োপসির প্রয়োজন হয়। এ ছাড়া রক্তনালিতে তৈরি টিউমার শনাক্ত করতেও বায়োপসি করা হয়।’

কোন ধরনের জটিলতায় ভুগছেন খালেদা জিয়া

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে।

তারা জানান, নতুন করে খালেদার কিডনি সমস্যা বেড়েছে; রক্তে হিমোগ্লোবিনের ঘাটতিও রয়েছে। এর মধ্যে আবার থেমে থেমে জ্বর আসায় একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

জ্বর আসায় গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

এ বিভাগের আরো খবর