চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাহিন্দ্রা ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রহনপুর পৌর এলাকার সুলতানা বেগম ও নওগাঁর ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের মেহেদী হাসান।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা নিউজবাংলাকে জানান, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী মাহিন্দ্রার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা রাস্তার পাশে উল্টে গিয়ে এর যাত্রীরা আহত হয়।
স্থানীয় লোকজন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় নওগাঁর বদলগাছি উপজেলার ফারুককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিদর্শক সেলিম রেজা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাক্টরের চালককে আটক করা যায়নি।