সমাজে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সবাই মিলেমিশে থাকতে হবে। সম্প্রীতি না থাকলে সমাজ টিকবে না বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা পাঁয়তারা হয়েছিল। আমাদের কমিউনিটি পুলিশ তা রুখে দিয়েছে। যেসব এলাকায় কমিউনিটি পুলিশ সক্রিয় ছিল, সেসব এলাকায় সাম্প্রদায়িক সংঘাত হয়নি।’
রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি কমিউনিটি পুলিশের নেতারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে কাজ করেন। প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে কীভাবে অপরাধীদের প্রতিরোধ করা যায়, সেটা নিয়ে ভাবুন। অপরাধীকে কীভাবে বিচারের আওতায় আনা যায় তা নিয়ে কাজ করুন।
‘অপরাধী দমনে আমরা দায়িত্বের বাইরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছি। সব তথ্য সংরক্ষণ করা আছে, যাতে অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। সাধারণ মানুষ সজাগ থাকলে সব ধরনের অপরাধই দমন করা সম্ভব।’
করোনা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত দুই বছর প্রতিদিন দুপুরে ছয় হাজার মানুষকে খাবার দিয়েছে। অসুস্থদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দিয়েছি। রোগীদের হাসপাতালে নিতে আমাদের দুটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা ব্যস্ত থেকেছে।’