চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটে পাস করেছে ৫ হাজার ২৬১ শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেয়া মোট শিক্ষার্থীর ৫২ শতাংশ। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ৪ হাজার ৮৭১ জন।নিউজবাংলাকে শনিবার সকাল সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সি ইউনিটের কো-অর্ডিনেটর এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্ল্যা ভূঁইয়া।
তিনি বলেন, শুক্রবার রাতের মধ্যেই সি ইউনিটের ফল প্রস্তুত হয়েছে। ১৩ হাজার ৯১৮ জনের আবেদনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ হাজার ১৩২ জন। এর মধ্যে ৫ হাজার ২৬১ জন উত্তীর্ণ হয়েছেন। শতকরার হিসাবে ৫১ দশমিক ৯৩ ভাগ উত্তীর্ণ হয়েছে, অকৃতকার্য হয়েছে ৪৮ দশমিক শূন্য ৮ ভাগ। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০৮ দশমিক ৫ শূন্য।
ফল প্রস্তুত হলেও তা এখনও প্রকাশ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার সকালে এক শিফটে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘সি’ ইউনিটে ইংরেজি, হিসাববিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএ-এর উপর আরও ২০ নম্বর হিসেব করে মোট ১২০ নম্বরের উপর ফল তৈরি করা হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ কাটা হয়। পরীক্ষায় পাস নম্বর ৪০। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না।