লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
লিটন হোসেন উপজেলার চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওসি মোসলেহ উদ্দিন জানান, ওই গৃহবধূ বৃহস্পতিবার রাতে লিটনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
বাদীর স্বামী নিউজবাংলাকে বলেন, ‘আমি ইউরোপে যাওয়ার জন্য একটি ঋণের জন্য কমলনগর ইসলামী ব্যাংক শাখায় চেষ্টা করছিলাম। কিছুদিন আগে ব্যাংকে আমি আর আমার স্ত্রী যাই। সেখানেই লিটনের সঙ্গে দেখা হয়। লিটন নিজের দলীয় পরিচয় দিয়ে ৬ লাখ টাকা ঋণ পাইয়ে দেয়ার আশ্বাস দেন। বিনিময়ে আমার স্ত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দেন। এর পর বিভিন্ন সময় তিনি আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন।
‘বৃহস্পতিবার সকালে ব্যাংকের লক্ষ্মীপুর শাখায় কাগজপত্র জমা দেয়ার জন্য লিটন আমার স্ত্রীকে নিতে বাড়িতে আসেন। তখন আমি বাড়ির বাইরে ছিলাম। সে সুযোগে লিটন আমার স্ত্রীকে যৌন নিপীড়ন করেন। আমাকে আশপাশের লোকজন মোবাইলে কল করে এই খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল দেই। পুলিশ এসে লিটনকে নিয়ে যায়।’