বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০ পয়সা লভ্যাংশে দাম বাড়ল ৬৭%, ১৭ টাকার ঘোষণায় হ্রাস ৬%

  •    
  • ২৮ অক্টোবর, ২০২১ ১৬:২৬

শেয়ার প্রতি ১ টাকা ৭৬ পয়সা লোকসান করেও ৫০ পয়সা লভ্যাংশ দেয়ার ঘোষণায় হামিদ ফেব্রিক্সের শেয়ার দর বেড়েছে ১২ টাকা ৩০ পয়সা। অন্যদিকে শেয়ার প্রতি ১৭ টাকা লভ্যাংশ দেয়ার খবরে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮ টাকা।

বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিক্সের শেয়ার নিয়ে হুলুস্থল দেখা গেল পুঁজিবাজারে। গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণার পর মূল্যবৃদ্ধির সীমা না থাকার দিনে শেয়ারদর এক লাফে দুই বছরের সর্বোচ্চ অবস্থানে উঠে গেছে।

আগের দিন শেয়ারের দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা। আর বৃহস্পতিবার লেনদেন শেষে দাম দাঁড়ায় ৩০ টাকা ৬০ পয়সা। দাম বেড়েছে ১২ টাকা ৩০ পয়সা বা ৬৭ দশমিক ২০ শতাংশ।

কোম্পানিটির লভ্যাংশ আহামরি কিছু আসেনি। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে জন্য শেয়ার প্রতি ৫০ পয়সা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

তবে এই লভ্যাংশ এসেছে অপ্রত্যাশিত আর এই বিষয়টি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করেছে।

কোম্পানিটি গত মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি ১ টাকা ৩১ পয়সা লোকসান দিয়েছিল। চতুর্থ প্রান্তিকেও মুনাফায় ফিরতে পারেনি, উল্টো এই সময়ে লোকসান দিয়েছে আরও ৪৫ পয়সা, সব মিলিয়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। তবে উদ্যোক্তা পরিচালকরা নিজেদের জন্য লভ্যাংশ না রেখে সাধারণ বিনিয়োগকারীদের জন্য রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।

আগের দিনের দরের সঙ্গে এক টাকা যোগ করে ১৯ টাকা ৩০ পয়সায় শুরু হয় লেনদেন। এরপর দেখা দেয় অস্বাভাবিক ঊর্ধ্বগতি। এক পর্যায়ে শেয়ারদর বেড়ে ৩১ টাকায় উঠে যায়। দিন শেষে সেখান থেকৈ ৪০ পয়সা কমে শেষ হয় লেনদেন।

শতকরা ১০ শতাংশের বেশি দাম বেড়েছে আরও চারটি কোম্পানির। শেয়ার প্রতি এক টাকা লভ্যাশ দেয়ার খবরে মালেক স্পিনিংয়ের দর এক দিনেই বেড়েছে ২৩.৭২ শতাংশ। শেয়ারদর ২৯ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩৬ টাকা ৫০ পয়সা। দিনের সর্বোচ্চ দর ছিল ৩৮ টাকা।

৭১ পয়সা মুনাফা করে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ারের খবরে আপ্লুত হয়েছে একই আরগন ডেনিমের বিনিয়োগকারীরাও। ১২.৬৬ শেয়ার দর বেড়েছে কোম্পানিটির। শেয়ার দর ২২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২৪ টাকা ৯০ পয়সা। দিনের সর্বোচ্চ দর ছিল ২৫ টাকা ৪০ পয়সা।

শেয়ার প্রতি ২৫ পয়সা নগদ ও আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা তোসরিফার শেয়ার দর বেড়েছে ১১.৯৫ শতাংশ। শেয়ারমূল্য ১৮ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা ৬০ পয়সা। দিনের সর্বোচ্চ দর অবশ্য ছিল ২১ টাকা ৮০ পয়সা।

শেয়ার প্রতি ৫০ পয়সা নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ারের খবরে এইচআর টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ১০.৫৩ শতাংশ। শেয়ারদর ৬২ টাকা ৭০ পয়সা থেকে উঠে এসেছ ৬৯.৩০ টাকায়। দিনের সর্বোচ্চ দর ছিল ৭২ টাকা ৮০ পয়সা।

সে তুলনায় শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ ঘোষণা করা সায়হাম কটনের দাম কম বেড়েছে। ১০ শতাংশ বেড়ে শেয়ারদর ১৮ টাকা থেকে ১৯ টাকা ৮০ পয়সা হয়েছে। দিনের সর্বোচ্চ দর ছিল ২০ টাকা ২০ পয়সা।

লভ্যাংশ না দেয়ার ঘোষণায় দর হারিয়েছে যেগুলো

কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দেয়া ওয়াইম্যাক্স ১১.৮৯ শতাংশ, খুলনা পেপারের দর ১০.২৩ শতাংশ, স্টাইল ক্রাফটের দর ৯.৭৫ শতাংশ, সাভার রিফ্রাকটরিজের দর ৭.৪৭ শতাংশ, মেঘনা পেটের দর ৫.৪৫ শতাংশ, মেঘনা মিল্কের কর ৪.৫২ শতাংশ, জেনারেশন নেক্সটের দর ৩.৩৩ শতাংশ, জিলবাংলা সুগারের দর ২.৫৩ শতাংশ, রেনউইক যগেশ্বরের দর ২.৩৫ শতাংশ, দুলামিয়া কটনের দর ১.৫৯ শতাংশ, শ্যামপুর সুগারের দর ১.৮৫ শতাংশ কমেছে এবং ওসমানিয়া গ্লাসের শেয়ার দর কমেছে ০.৫৪ শতাংশ।

অন্যদিকে লোকসানের কারণে লভ্যাংশ না দেয়া আর এন স্পিনিংয়ের শেয়ার দর ১.৫৯ শতাংশ বেড়েছে।

৬ বছরে সর্বোচ্চ লভ্যাংশ দরপতন

জ্বালানি খাতের দুই কোম্পানি ইউনাইটেড পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দরপতন হয়েছে।

২০১৪ সালে তালিকাভুক্তির বছরে ৩০০ শতাংশ নগদ লভ্যাংশের পর এবার সবচেয়ে বেশি ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব পছন্দ করেনি ইউনাইটেড পাওয়ারের বিনিয়োগকারীরা।

কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫.৯৬ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩০১ টাকা ৭০ পয়সা। সেটি কমে হয়েছে ২৮৩ টাকা ৭০ পয়সা।

পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ দেয়া শাহজিবাজার পাওয়ার এবার শেয়ার প্রতি ২ টাকা ৮০ পয়সা ও ৪ শতাংশ বোনাস শেয়ার দেয়ার প্রস্তাব করেছে।

এই খবরে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২.৬১ শতাংশ। ১১১ টাকা ১০ পয়সা থেকে কমে হয়েছে ১০৮ টাকা ২০ পয়সা।

শেয়ার প্রতি বড় অঙ্কের লোকসান দিয়েও সিভিও পেট্রোক্যামেকেল এবার ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার প্রস্তাবও পছন্দ করেনি বিনিয়োগকারীরা।

শেয়ারদর ৫.২৪ শতাংম কমে ২১৩ টাকা ৬০ পয়সা থেকে কমে হয়েছে ২০২ টাকা ৪০ পয়সা।

এ বিভাগের আরো খবর