পঞ্চগড়ে আলদা সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
জেলার তেঁতুলিয়ায় ও বোদা উপজেলায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আলাদা সময়ে এ দুর্ঘটনাগুলো ঘটে।
তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে বুধবার গভীর রাতে মারা যান আবু শাহ মিনু নামের এক ব্যক্তি। তার বাড়ি একই ইউনিয়নের উত্তর বালাবাড়ী এলাকায়।
বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে কোনো এক সময় মোটরসাইকেলে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু শাহ। পথে ভেরসা সেতুর কাছে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে মোটরসিয়াকেল উল্টে সড়কে ছিটকে পড়েন তিনি।
সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ‘ধারণা করা হচ্ছে কুয়াশার কারণে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান আবু শাহ। এ কারণেই দুর্ঘটনা ঘটেছ।’
অন্যদিকে বৃহস্পতিবার সকালে বোদা উপজেলায় সড়কের পাশের গাছে ধাক্কা লেগে মারা যান সুমন নামের এক মোটরসাইকেলচালক।
উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমনের বাড়ি বড়শশী ইউনিয়নেই।
নিউজবাংলাকে এদব তথ্য নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন সুমন। পথে মালেকাডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা এক বাইসাইকেলকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন সুমন।
উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।