বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড় লোকসান দিয়েও সিভিওর বোনাস লভ্যাংশ

  •    
  • ২৭ অক্টোবর, ২০২১ ২২:৩৯

২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫১ পয়সা। সে বছর কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

শেয়ার প্রতি লোকসান পাঁচ গুণ বাড়লেও লভ্যাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরেরে জন্য বিনিয়োগকারীদেরকে ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। অর্থাৎ প্রতি ১০টি শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার দেয়া হবে।

বুধবার পর্ষদের সভা শেষে জানানো হয়, ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫১ পয়সা।

গত বছর এবারের তুলনায় পাঁচ ভাগের একভাগ লোকসান দিয়েও কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তার আগের দুই বছর লভ্যাংশ দেয়া হয় ২০ পয়সা করে।

লোকসান দেয়ার কারণে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে। ২০২০ সালের ৩০ জুলাই শেয়ারের বিপরীতে সম্পদ ছিল ১৩ টাকা ৯০ পয়সার। এবার তা কমে দাঁড়িয়েছে ১১ টাকা ৫৫ পয়সা।

কোম্পানিটির উৎপাদন ২০১৭ সাল থেকে বন্ধ থাকলেও সম্প্রতি উৎপাদন চালু করার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে ন্যাপথা ক্রয় ও বিক্রয়ের চুক্তি করেছে সিভিও। চুক্তি অনুযায়ী ইস্টার্ন রিফাইনারি থেকে কাঁচামাল হিসেবে ন্যাপথা সংগ্রহ করবে। এটি পরিশোধনের মাধ্যমে উন্নতমানের সলভেন্ট উৎপাদন করবে।

এই ঘটনাটিকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারদরে সম্প্রতি উল্লম্ফন হয়েছে। ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর কোম্পানিটির শেয়ারদর ১১৫ টাকা ৪০ পয়সা থেকে কমে ৮২ টাকায় নেমে আসে। কিন্তু এই চুক্তিকে কেন্দ্র করে এক পর্যায়ে তা ২৭২ টাকায় উঠে যায়। পরে কিছুটা কমে এখন দাম ২১৩ টাকা ৬০ পয়সা।

এবার কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২৫ নভেম্বর। অর্থাৎ যারা লভ্যাংশ নিতে চান, তাদের সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর।

এ বিভাগের আরো খবর