তৃতীয় প্রান্তিক শেষে লোকসানে থাকা আফতাব অটোমোবাইল চতুর্থ প্রান্তিকের আরও বেশি লোকসান করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করল।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত শেয়ার প্রতি ৮ পয়সা লোকসানে থাকা কোম্পানিটি শেষ প্রান্তিকে শেয়ার প্রতি আরও ১ টাকা ৮৬ পয়সা লোকসান করার পরও ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।
লভ্যাংশের অর্ধেক নগদ এবং অর্ধেক বোনাস। অর্থাৎ শেয়ার প্রতি ৫০ পয়সা এবং প্রতি ২০টি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাওয়া যাবে।
২০১৩ সালের পর এই প্রথম কোম্পানিটি বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিল। ওই বছর ১২ শতাংশ বোনাস শেয়ার দেয়ার পর কেবলই নগদ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি। বেশিরভাগ বছরেই আবার উদ্যোক্তা-পরিচালকরা কোনো লভ্যাংশ নেননি। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেই বিতরণ করা হয়েছে তা।
মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২০০০ সালে কোম্পানিটি শেয়ার প্রতি ৯ পয়সা আয় করে ১ টাকা লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছরও শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা আয় করার পর এক টাকা করে লভ্যাংশ ঘোষণা করে আফতাব অটো।
এবার লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ১৮ নভেম্বর। অর্থাৎ যারা এই লভ্যাংশ নিতে চান, তাদেরকে সেদিন শেয়ার ধরে রাখতে হবে।
কোম্পানি লোকসান দেয়ার পাশাপাশি সম্পদমূল্যও হারিয়েছে। ২০২০ সালের জুন শেষে শেয়ার প্রতি সম্পদ ছিল ৬০ টাকা ২০ পয়সার। সেই সম্পদ কমে এবার হয়েছে ৫৭ টাকা ৬৯ পয়সা।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৩ টাকা ৬০ পয়সা থেকে ৪০ টাকা ৪০ পয়সা পর্যন্ত উঠানামা কমেছে।
গত মে থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু পর্যন্ত টানা উত্থানের পর শুরু হওয়া বাজার সংশোধনে বেশ দর হারিয়েছে কোম্পানিটি।
লভ্যাংশ ঘোষণার দিন কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ অর্থাৎ ২ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৮০ পয়সা।