মা ইলিশ রক্ষায় সারা দেশে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল ২২ দিনের। এ সময় সরকারিভাবে জেলেদের নানা সুবিধা দেয়া হলেও অনেকে মানেননি নিষেধ। উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদীতে এসব জেলেকে সামাল দিতে বাংলাদেশ কোস্ট গার্ড ২২ দিনে মোট ৩ হাজার ৪৯টি অভিযান চালিয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, ২২ দিনের অভিযানে জব্দ করা হয়েছে ৬ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল। যার আনুমানিক মূল্য ২৩৩ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা। এ সময় ৯ হাজার ৮৩২ কেজি ইলিশ মাছ আটক করা হয়।
নির্দেশ অমান্য করায় একই সময়ে ১১৫টি বোট ও ২৫৭ জন জেলেকে আটক করা হয়।
ইলিশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে। ছবি: সংগৃহীত
ইলিশ মাছের প্রজনন মৌসুম সামনে রেখে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২১’ উপলক্ষে গত ৪ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিনে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদীতে এসব অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, ‘অভিযানের সময় যেসব অবৈধ জাল জব্দ করা হয়, তা স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
‘নিষেধাজ্ঞা অমান্যের জন্য যেসব জেলেকে আটক করা হয় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। আর জব্দ করা মাছ বিনষ্ট না করে স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।’