বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লালবাগে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৯:২৩

জাফর বলেন, ‘আজ দুপুরে আমি তাকে খাবার দিতে বলি, সে খাবার আনে। তাকেও খাবার খেতে বলি কিন্তু সে খাবার খায় না। পরে খাবার খেয়ে আমি তাকে বলি, আসো একসঙ্গে ঘুমাই। তখন আমি ঘুমিয়ে পড়লে এই সুযোগে সে বাসার তিন তলা থেকে লাফ দিয়ে নিচের বারান্দায় পড়ে যায়।’

রাজধানীর লালবাগ থানার আট নম্বর গলির তিন তলার একটি বাসার ছাদ থেকে পড়ে নাসরিন আক্তার টিটিন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

৪৫ বছর বয়সী টিটিন ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী মো. জাফর।

তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে টিটিন ছাদ থেকে লাফ দিলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকেল সাড়ে ৪টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাফর বলেন, ‘আমাদের ১৯ বছর হলো বিয়ে হয়েছে। তবে কোনো সন্তান হয় না। বিষয়টি নিয়ে মানসিক সমস্যায় ছিল টিটিন। ছয় মাস আগে তার করোনা পজেটিভ হয়। সেখান থেকে তার বুকেও কিছুটা সমস্যা হয়েছে।

‘সে সব সময় বলত, আমার শরীরটা ভালো লাগে না। আমি আত্মহত্যা করব। বিষয়টি তার ভাইদের জানানো হয়। তারা তাকে অনেক বুঝিয়েছে। তিন দিন আগেও তাকে পিজি হাসপাতালের একজন মানসিক চিকিৎসককে দেখানো হয়েছে।’

তিনি বলেন, ‘আজ দুপুরে আমি তাকে খাবার দিতে বলি, সে খাবার আনে। তাকেও খাবার খেতে বলি কিন্তু সে খাবার খায় না। পরে খাবার খেয়ে আমি তাকে বলি, আসো একসঙ্গে ঘুমাই। তখন আমি ঘুমিয়ে পড়লে এই সুযোগে সে বাসার তিন তলা থেকে লাফ দিয়ে নিচের বারান্দায় পড়ে যায়।’

জাফর বলেন, ‘পরে মানুষের চিৎকার শুনে আমি নিচে গিয়ে দেখি আমার স্ত্রী পড়ে আছে। তাকে তাড়াতাড়ি ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর নেই।’

ঢামেক হাসপাতালের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরাও এসেছেন। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর