বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাম্প্রদায়িক হামলায় জড়িতের পরিচয় প্রকাশ শিগগির: স্বরাষ্ট্রমন্ত্রী

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৩:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনায় শুরুতেই আপনাদের বলেছিলাম যে, কোরআন মন্দিরে রাখা কোনো হিন্দুর কর্ম না। আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম, আমার অভিজ্ঞতা থেকে বলেছিলাম। পরে সেটিই প্রমাণিত হয়েছে। যে ছেলেটি এটা করেছে আমাদের পুলিশবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা যেটা মনে করছি কিছুদিনের মধ্যেই সেটা আপনাদের বলে দিতে পারব।’

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পেছনে থাকাদের পরিচয় জানা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, দ্রুতই তাদের নাম প্রকাশ করা হবে।

সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনায় শুরুতেই আপনাদের বলেছিলাম যে, কোরআন মন্দিরে রাখা কোনো হিন্দুর কর্ম না। আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম, আমার অভিজ্ঞতা থেকে বলেছিলাম। পরে সেটিই প্রমাণিত হয়েছে। যে ছেলেটি এটা করেছে আমাদের পুলিশবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা যেটা মনে করছি কিছুদিনের মধ্যেই সেটা আপনাদের বলে দিতে পারব।

‘নোয়াখালীতে কিন্তু তারা নাম বলে দিয়েছে, এখনই বলছি না। আপনারা এমন এমন নাম শুনবেন যা আপনাদেরও খুব পরিচিত ব্যক্তিদের নাম রয়েছে। রংপুরের যে ঘটনা সেখানেও নাম বলেছে, কাজেই সবগুলোই আমরা আপনাদের খুব শিগগিরই জানিয়ে দেব। কুমিল্লায় আরও জিজ্ঞাসাবাদের পরে সমস্ত কিছু জানিয়ে দেব।’

মন্ত্রী জানান, কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে। এতে ১৮ জন এজাহারভুক্ত আসামিসহ আটক হয়েছেন প্রায় ৬৪ জন।

দুর্গাপূজার সময় সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর ছড়িয়ে পড়ে সহিংসতা।

কুমিল্লার ওই ঘটনার জেরে চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, রংপুরসহ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে। আহত হন অনেকে।

এর মধ্যে ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি পরিবার।

এসব ঘটনায় জড়িতদের বিচারে শুরু থেকেই কড়া অবস্থানে সরকার। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এরই মধ্যে বিভিন্ন জেলায় মামলা চালানো হয়েছে। জড়িত সন্দেহে অনেককে আটক করা হয়েছে।

কাদের নাম এসেছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো খোলাসা করে বলিনি বিএনপি না জামাত। আমি বলেছি, আমরা নাম পাচ্ছি। একটু ধৈর্য ধরেন যাতে সঠিকটা জানাতে পারি। আমরা আরও কনফার্ম হতে চাই।’

এ ঘটনাগুলোতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেকের সম্পৃক্ততার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমাদের হিসেবে, প্রধানমন্ত্রীর হিসেবে ক্রিমিনাল কিন্তু ক্রিমিনাল। আমরা কোনো ক্রিমিনালকে ছাড় দেই না, জনপ্রতিনিধি হোক বা অনেক ইনফ্লুয়েনসিয়াল লোক হোক। আমরা যেখানেই সম্পৃক্ততা পেয়েছি ব্যবস্থা নিয়েছি।

‘আমরা কনফার্ম হয়ে ব্যবস্থা নিচ্ছি। যাদের নাম আসছে তারা যদি এ ধরনের ঘটনায় জড়িত থাকে তাহলে তারা ছাড় পাবেন না। আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর