লোহাগড়া থানার ওসি জানান, পলাশকে কী কারণে, কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় পলাশ মাহমুদ নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
উপজেলার চরমল্লিকপুর গ্রামে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
৩২ বছর বয়সী পলাশ ওই গ্রামের খোকন শেখের ছেলে। তিনি লোহাগড়া বাজারের ফল ব্যবসায়ী ছিলেন।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, পলাশকে কী কারণে, কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
পলাশে মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান ওসি।