যশোরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এক হাজার ফলদ গাছ বিতরণ করেছে নবচেতনা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
সদর এবং ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ক্যাথলিক চার্চসংলগ্ন গ্রামে সোমবার এসব ফলদ চারা বিতরণ করেন চার্চের ফাদার বাবলু সরকার।
নবচেতনার সমাজকল্যাণ সম্পাদক জয়া ক্লারা সরকার জানান, বাংলাদেশে ২৫ শতাংশ বনভূমি স্থায়ীকরণ এবং সবুজ বাংলাদেশ গড়তে নবচেতনা ২০১০ সাল থেকে স্বেচ্ছাশ্রমে বনায়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে গাছের কোনো বিকল্প নেই। তাই সকলকে বেশি বেশি গাছ রোপণের জন্য অনুরোধ করেন জয়া।
সংগঠনের সদস্য সঞ্জীব বিশ্বাস সঞ্জয় বলেন, ‘নিজ সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করেও যদি আমরা সবাই একটি করে গাছ রোপণ করি, তবে সবুজের সংখ্যা বৃদ্ধি পাবে। আর তাই এ সংগঠনের একটি লক্ষ্য হলো গাছ রোপণে মানুষকে উৎসাহিত করা।’