সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ ও মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নগরীর হালিশহর থানাধীন ফুল চৌধুরী পাড়া এলাকা থেকে শনিবার রাতে সাইফুল ইসলামকে আটক করে র্যাব। তবে সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানায় বাহিনীটি।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ওই এলাকার প্রয়াত মো. ইদ্রিসের ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নিউজবাংলাকে বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ করে দিতে সব ধরনের ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহনে নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময়ে সরকারি নির্দেশনা পালনে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।’
‘এর একপর্যায়ে হালিশহরের এক মুনাফালোভী ব্যবসায়ী অধিক মূল্যে বিক্রির আশায় ইলিশ মজুত করছেন বলে তথ্য আসে। এতে শনিবার ওই এলাকায় অভিযান পরিচালনা করে ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে একটি বাসা থেকে আনুমানিক ৯২ লাখ টাকা মূল্যের ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ উদ্ধার করা হয়।’
সাইফুলের নামে রোববার সকালে মামলা করে র্যাব। পরে তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী নিউজবাংলাকে বলেন, তাকে রোববার সকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।