একটি শ্মশানের দানবাক্সের পাশে কিছু ভাঙা ইট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই ইট দিয়ে দানবাক্স ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শ্মশানের দানবাক্স ভাঙার চেষ্টা করছে দুর্বৃত্তরা। এ সময় শ্মশানের পাশে বট গাছের নিচে রাখা পূজা দেয়ার ঘট ভেঙে দেয়া হয়।
শনিবার রাতে উপজেলার কুমিরার মছজিদ্দা এলাকায় এই ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গেছি। একটি শ্মশানের দানবাক্সের পাশে কিছু ভাঙা ইট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই ইট দিয়ে দানবাক্স ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আর পাশের একটি বটগাছের নিচে রাখা একটি কলস ভাঙা দেখা গেছে। তবু আমরা বিষয়টি সিরিয়াসলি খতিয়ে দেখছি।’