রাজধানীর সাহিনুদ্দীন হত্যার ভিডিও ফেসবুকে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে প্রচার করায় রিমন শীল নামের একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক রোববার সকালে এ আদেশ দেন।
এর আগে শবিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের কোতোয়ালি মোড় এলাকা থেকে রিমনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
রিমন শীল কর্ণফুলীর ফকিনিরহাট এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নিউজবাংলাকে বলেন, ‘আটক রিমন শীল রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও ফেসবুকে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন।’
‘সাহিনুদ্দীন খুন হন গত ১৬ মে। রিমন সেই খুনের ভিডিওটি সংগ্রহ করে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ডের ভিডিও বলে ফেসবুকে পোস্ট করেন।’
নুরুল আবছার আর বলেন, ‘রিমনের বিষয়ে অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। পরে শনিবার রাতে তাকে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন।’
গ্রেপ্তারের পর রিমনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে রোববার সকালে মামলা করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।