করোনাভাইরাস প্রতিরোধে শত কোটি ডোজ টিকা প্রয়োগের মাইলফলক ছুঁয়েছে ভারত। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারি থেকে এ অঞ্চলের মানুষকে বাঁচাতে এবং এই মহামারির বহুমুখী প্রতিকূল প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন বাংলাদেশের সরকারপ্রধান।
ভারতের প্রধানমন্ত্রীকে রোববার পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, করোনা মহামারির এই ভয়াবহতার সময়ে দেশের জনগণের মধ্যে ১০০ কোটি ডোজ টিকা দিতে পারা একটি ‘উল্লেখযোগ্য অর্জন’।
এর মধ্য দিয়ে করোনা থেকে সুরক্ষা যেমন তৈরি হবে তেমনি ভারতে স্বাভাবিকতাও ফিরে আসবে বলে মনে করেন সরকারপ্রধান।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, তার সরকারও বাংলাদেশে একটি গণটিকাদান কর্মসূচি পরিচালনা করছে। বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করে ৬ কোটির বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে।
বাংলাদেশে কোভিড-১৯ টিকার ‘গুরুত্বপূর্ণ উৎস’ হিসেবে ভারতকে অভিহিত করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি আবারও শুরু করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি। তারা আশা, আগামীতে নিরবচ্ছিন্ন টিকা প্রাপ্তির পথ সুগম হলো।