বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশার চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৬

  •    
  • ২২ অক্টোবর, ২০২১ ১৫:৩০

এসপি মুনতাসিরুল ইসলাম জানান, তদন্ত করে অভিযান চালিয়ে পুলিশ হত্যার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের জেলা আদালতে তোলা হয়।

কুষ্টিয়া, ঝিনাইদহ ও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মুনতাসিরুল ইসলাম শুক্রবার সকালে তার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামিরা হলেন কালীগঞ্জের পীরগোপাল গ্রামের তানভীরুল ইসলাম নাইম, কাশিপুর গ্রামের জাকির হোসেন, সদর উপজেলার চান্দেরপোল গ্রামের শামিম হোসেন, একই গ্রামের রাশেদ আলী, মাগুরা শালিখা উপজেলার ছান্দাড়া গ্রামের বাপ্পি হোসেন, কাতলী গ্রামের সাগর মোল্লা ওরফে সৈকত।

এসপি মুনতাসিরুল ইসলাম জানান, গত ১২ অক্টোবর ঝিনাইদহ সদরে তেতুলবাড়িয়া গ্রামের ইকরামুল ইসলামের অটোরিকশা ভাড়া নেন আসামিরা। পরে তাকে কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের মাঠের ধানক্ষেতের মধ্যে জবাই করে হত্যা করেন। হত্যার পর তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

হত্যার আট দিন পর ২০ অক্টোবর ইকরামুলের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই রবিউল ইসলাম কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এসপি আরও জানান, তদন্ত করে অভিযান চালিয়ে পুলিশ হত্যার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরের দিকে ঝিনাইদহ আদালতে তোলা হয়েছে বলেও জানান এসপি।

এ বিভাগের আরো খবর