বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ বছরে সর্বোচ্চ আয়, স্কয়ার টেক্সের লভ্যাংশ দ্বিগুণ

  •    
  • ২১ অক্টোবর, ২০২১ ১৮:১৩

২০১৭ সালে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করে ২ টাকা ৩০ পয়সা। পরের বছর হয় ২ টাকা ৪৩ পয়সা। ২০১৯ সালে তা আরও কমে দাঁড়ায় ২ টাকা ১৭ পয়সা। গত বছর করোনার আঘাতের বছরে আয় একেবারে তলানিতে নেমে আসে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন পর্যন্ত শেয়ারপ্রতি আয় দাঁড়ায় ২৭ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল ২০১৬ সালের পর সর্বোচ্চ আয় করে শেয়ারপ্রতি ২ টাকা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লভ্যাংশ গত বছরের দ্বিগুণ। ওই বছর শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৪১ পয়সা। গত বছর এই আয় ছিল ২৭ পয়সা।

কেবল গত বছরের তুলনায় বেশি নয়, ২০১৬ সালের পর কখনও কোম্পানিটি এত আয় করতে পারেনি।

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত শেয়ারপ্রতি ৭ টাকা ২ পয়সা আয় করার পর ২০১৭ সালে আয় নেমে আসে ২ টাকা ৩০ পয়সা।

২০১৮ সালে শেয়ারপ্রতি আয় হয় ২ টাকা ৪৩ পয়সা। পরের বছর তা আরও কমে দাঁড়ায় ২ টাকা ১৭ পয়সা। গত বছর করোনার আঘাতের বছরে আয় একেবারে তলানিতে নেমে আসে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন পর্যন্ত শেয়ারপ্রতি আয় দাঁড়ায় ২৭ পয়সা।

তবে গত বছরের জুলাই থেকে বিধিনিষেধের মধ্যেই কোম্পানিটি ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। নতুন বিনিয়োগে কোম্পানিটির আয় ক্রমেই বাড়তে থাকে।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে প্রথম প্রান্তিকে ২২ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ৫৭ পয়সার পর গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয় ১ টাকা ৫ পয়সা। তিন প্রান্তিক মিলিয়ে সম্মিলিত আয় ছিল ১ টাকা ৮৪ পয়সা।

কোম্পানিটি গত এপ্রিল থেকে জুন পর্যন্ত দেখায় আরও চমক। এ সময়ে শেয়ারপ্রতি আয় করে ১ টাকা ৫৭ পয়সা।

আয়ের পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদও বেড়েছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৬ টাকা ২৯ পয়সা।

যারা এই লভ্যাংশ নিতে চান, তাদের শেয়ার ধরে রাখতে হবে আগামী ২২ নভেম্বর। লভ্যাংশ চূড়ান্ত হবে আগামী ১৫ ডিসেম্বরের বার্ষিক সাধারণ সভায়।

এ বিভাগের আরো খবর