বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বন্ধ থাকা রেলস্টেশন আবার চালুর কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
ময়মনসিংহ রেলস্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ, অ্যাকসেস কন্ট্রোল নির্মাণ ও স্টেশন সংস্কারকাজের উদ্বোধনে গিয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেশন চালুকরণসহ অন্যান্য বন্ধ স্টেশন চালু করা হবে। জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ ও ময়মনসিংহের সঙ্গে ঢাকাসহ চট্টগ্রামের নতুন ট্রেন চালু করা হবে।’
ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার জানান, জনবল সংকটের কারণে ১৭ বছর ধরে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেশনটি বন্ধ আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘দেশের সব মিটারগেজ রেলপথকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে। ময়মনসিংহ রেলস্টেশনকে ভবিষ্যতে একটি আইকনিক স্টেশন হিসেবে পুনর্নির্মাণ করা হবে।’
এ অনুষ্ঠানের আগে জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন এবং রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।