পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোনের আয় গত বছরের তুলনায় কিছুটা কমে গেছে।
চলতি বছর গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি ১৯ টাকা ২৩ পয়সা আয় করেছে। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৯ টাকা ৮৯ পয়সা। আয় কমেছে ৬৬ পয়সা বা ৩.৩১ শতাংশ।
এই আয় কমে যাওয়ার পেছনে প্রধানতমভাবে দায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস। এই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬ টাকা ৩৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৫৯ পয়সা।
অর্থাৎ এই তিন মাসে আয় কমেছে ২৫ পয়সা বা ৩.৭৯ শতাংশ।
এর আগে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি ১২ টাকা ৮৯ পয়সা আয় করেছিল। আগের বছর একই সময়ে এই আয় ছিল ১৩ টাকা ৩০ পয়সা।
আয় কিছুটা কমলেও কোম্পানিটির সম্পদমূল্য কিছুটা বেড়েছে। গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছর শেষে গ্রামীণের এই সম্পদমূল্য ছিল ৩০ টাকা ৫৯ পয়সা। সেটি কিছুটা বেড়ে হয়েছে ৩০ টাকা ৮২ পয়সা।
গত বছর শেয়ার প্রতি ২৭ টাকা ৫৪ পয়সা আয় করে ২৭ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দেয়া কোম্পানিটি চলতি বছর জুন শেষে ১২ টাকা ৫০ পয়সা অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে।
গত কয়েকদিন ধরে কোম্পানিটির শেয়ারদর কিছুটা কমছে। সম্প্রতি শেয়ারদর ৩৯৬ টাকা ৮০ পয়সায় উঠে গেলেও এখন দাম দাঁড়িয়েছে ৩৬৫ কোটি ৫০ টাকা।
গত এক বছরে কোম্পানিটির সর্বনিম্ন দর ৩১৪ কোটি ৬০ লাখ টাকা।