বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পীরগঞ্জে সহিংসতার তদন্তে মানবাধিকার কমিশন

  •    
  • ২০ অক্টোবর, ২০২১ ১৫:৫৭

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. ডব্লিউ. এম রায়হান শাহ বলেন, ‘১৮ অক্টোবর কমিটি করার পর ১৯ তারিখ আমাদের চিঠি দিয়ে জানানো হয়। এরপর আমরা রংপুর জেলা প্রশাসনের পক্ষে খায়রুল ইসলামকে ওই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি। তবে কমিটি এখনও কাজ শুরু করেনি।’

রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় সহিংসতার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. ডব্লিউ. এম রায়হান শাহ বুধবার দুপুরে নিউজবাংলাকে জানান, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলমকে কমিটির প্রধান করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম ও পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম।

তিনি বলেন, ‘১৮ অক্টোবর কমিটি করার পর ১৯ তারিখ আমাদের চিঠি দিয়ে জানানো হয়। এরপর আমরা রংপুর জেলা প্রশাসনের পক্ষে খায়রুল ইসলামকে ওই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি। তবে কমিটি এখনও কাজ শুরু করেনি।’

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার রাতে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি পরিবার।

এ ঘটনায় মঙ্গলবার সকালে দুটি মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এতে ৪১ জনের নামসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।

আরেকটি মামলা একজনকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে করা হয়েছে।

দুই মামলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৩৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এ বিভাগের আরো খবর