শেরপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, আটকরা সবাই জামায়াতে ইসলামীর নেতা-কর্মী।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে নারায়ণপুর এলাকার দারুস শিফা নামের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের শীর্ষ নেতা কামারুজ্জামানের কথিত ড্রাইভার সদর উপজেলার গাজীর খামার এলাকার মো.ছোটন, জামায়াত নেতা আব্দুর রউফ ও গোলাম কিবরিয়া, শেরপুর শহরের সজবরখিলা মহল্লার সামস উদ্দিন, আনিসুর রহমান ও শফিকুল ইসলাম, কান্দাপাড়া মহল্লার বুলবুল আহম্মেদ, দিঘারপাড় মহল্লার আব্দুল মোনাফ খান, ঝিনাইগাতী উপজেলার আব্দুর রউফ, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী গ্রামের গোলাম মোস্তফাসহ আরও ৭ জন।
শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী জানান, দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তুলতে গোপন বৈঠক হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। বৈঠক চলার সময় ১৭ জনকে আটক করা হয়েছে। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর পরবর্তী করণীয় ঠিক হবে।
এদিকে আটকদের দাবি তারা হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য। সেখানে রাষ্ট্র বা সরকারবিরোধী কোনো বৈঠক হচ্ছিল না।