দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এক্সেল রোড এলাকায় সোমবার সকাল ৯টার দিকে মহাসড়কে তারা মানববন্ধন করেন।
মানববন্ধনে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ‘সমাজে তথা দেশে বিভেদ সৃষ্টিকারীরাই এ ধরনের নোংরা ঘটনা ঘটিয়েছে। রোববার রাতেও রংপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে আগুন দেয়া হয়েছে।
‘আমাদের দেশে ধর্মীয় উগ্রবাদীদের কোনো ঠাঁই নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা ধামরাই উপজেলা ছাত্রলীগ সবসময় এসব উগ্রবাদীদের প্রতিহত করতে প্রস্তুত।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা জেলা ছাত্রলীগের উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ কবির সাকিব, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমন চৌধুরী, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মানিক খান।