আওয়ামী লীগকে ‘প্রাণের সংগঠন’ উল্লেখ করে বিভেদ ভুলে ঐক্যের ডাক দিয়েছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম।
বঙ্গবন্ধুকে ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তির যে অভিযোগ উঠেছে, তাকে আবার ‘অপবাদ’ বলে উল্লেখ করেছেন তিনি।
জাতির পিতার ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে গাজীপুরের রাজবাড়ির মাঠে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর যেদিন এই সভা করেন, সেদিনই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দেয়ার শেষ দিন ছিল।
গত ২২ সেপ্টেম্বর ৪ মিনিটের ও ২৫ সেপ্টেম্বর ৫০ মিনিটের যে ভিডিও ভাইরাল হয়, তার পরিপ্রেক্ষিতে তার বক্তব্যের ব্যাখ্যা দাবি করে আওয়ামী লীগ। ৩ অক্টোবর দেয়া নোটিশে ১৮ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়।
নিউজবাংলাকে মেয়র জাহাঙ্গীর জানিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। কেন্দ্রকে জানিয়েছেন, যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটি কারসাজি করা।
শেখ রাসেলের জন্মদিনের সমাবেশে তিনি বলেন, ‘যারা ভুল করে অন্যায় করেছেন, তারা মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হোন। ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ করবেন না। ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করবেন না।
‘সকলে সহযোগিতা করলে সম্মিলিতভাবে গাজীপুরকে পরিকল্পিত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পারব। এ শহরে কোনো দাঙ্গা, হানাহানি থাকবে না। গাজীপুর হবে একটি আদর্শ নগরী।’
মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশ ও গাজীপুরের মানুষের উন্নয়নে কাজ করছি। একটি মহল গাজীপুর সিটি করপোরেশন একটি পরিকল্পিত নগর হোক তারা সেটি চায় না৷ তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।
‘৭১ সালে যারা ষড়যন্ত্র করেছে, ৭৫ সালে যারা ষড়যন্ত্র করেছে তারা তাদেরই বংশধর। তারা বাংলাদেশকে একটি অশান্ত দেশে পরিণত করতে বিভিন্নভাবে পাঁয়তারা করছে।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ রাসেল বেঁচে থাকলে প্রধানমন্ত্রীকে সার্বিকভাবে সহযোগিতা করতেন। দেশ পরিচালনার স্বার্থে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। দেশের ভেতরে যারা অন্যায়-অত্যাচার করে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি তাদের প্রতিহত করতে পারতেন।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অস্তিত্ব উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, ‘তিনি আমাদের স্বাধীনতার প্রাণপুরুষ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঠিকানা। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।‘
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গাজীপুর মহানগর শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় নগরীর ৫৭টি ওয়ার্ডের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে সভায় যোগ দেন।
একই দিন দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মেয়র জাহাঙ্গীর আলম কেক কাটেন।
প্রেস ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপনের সঞ্চালনায় মেয়র শেখ রাসেলকে নিয়ে স্মৃতিচারণা করেন।
সেখানে ফেসবুকে ভাইরাল রেকর্ড প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যাচার প্রচারে কিছু যায় আসে না। আমি বিশ্বাস করি একদিন সত্য প্রকাশ পাবে।‘
সাংবাদিকদের আবাসন ব্যবস্থা, হাসপাতালে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং সন্তানদের লেখাপড়ার খরচ দেয়ার আশ্বাসও দেন মেয়র।
গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সাংবাদিক নাসির উদ্দিন আহমদ, আবুল হোসেন, আমিনুল ইসলাম, মুজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।