বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিন্দুদের ওপর হামলা: ১৬ জেলায় গ্রেপ্তার ২৬৩

  •    
  • ১৮ অক্টোবর, ২০২১ ২০:৪০

বিভিন্ন জেলায় মন্দির ও বাড়িঘর ভাঙচুর এবং হামলার ঘটনায় এখন পর্যন্ত ৬০টি মামলা হয়েছে। আর এই মামলাগুলোয় আসামি করা হয়েছে ৮ হাজার ৯৪৯ জনকে।

সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার জেরে হওয়া মামলায় এখন পর্যন্ত ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় মন্দির ও বাড়িঘর ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৬০টি মামলা হয়েছে। আর এই মামলাগুলোয় আসামি করা হয়েছে ৮ হাজার ৯৪৯ জনকে।

সবশেষ রোববার রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সে ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তারের কথা সোমবার দুপুরে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কুমিল্লা

কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে সহিংসতার ঘটনায় ৮টি মামলা হয়েছে। এসব মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ৩ কাউন্সিলরসহ ১ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনে করা এসব মামলায় সোমবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে।

কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-ওয়ান মনির আহমেদ এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় কুমিল্লা কোতোয়ালি, সদর দক্ষিণ ও দাউদকান্দি থানায় ৮টি মামলা হয়েছে। এখন পর্যন্ত কোতোয়ালিতে ৪০ এবং সদর দক্ষিণে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮৫ জনের নাম উল্লেখসহ ৫ হাজার আসামি করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাগুলোতে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৯০ জনকে। ১০টি মামলার বাদী পুলিশ।

বাকি ছয় মামলার বাদী ক্ষতিগ্রস্ত মণ্ডপ, পূজা কমিটির সদস্য, একটি পূজা ঘরের মালিক ও ইসকন মন্দিরের এক অধ্যক্ষ।

বরিশাল

বরিশালের গৌরনদীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে আপত্তিকর কমেন্ট করার অ‌ভি‌যোগে তিনটি মন্দির ও কয়েকটি বসতঘর ভাঙচুরের ঘটনায় মামলা হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ব‌লেন, শুক্রবার দিবাগত রাতে বাড়িতে হামলার ঘটনায় সুভাষ বৈদ্য বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

পরে রোববার রা‌তে মামলার ৪ নম্বর আসামি সুজন ঢালী‌কে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

বাগেরহাট

কুমিল্লার ঘটনার প্রতিবাদে বুধবার রাত ১০টার দিকে বাগেরহাটের শরণখোলায় মিছিল করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে একটি মহল। এ সময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ‌মে কারাগা‌রে পাঠানো হয়েছে।

পাবনা

পাবনায় কৈটোলা পূজামণ্ডপে দুর্বৃত্তদের হামলা ও প্রতিমা ভাঙচুরের চেষ্টার অভিযোগে অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা ইউনিয়নের মনাকষা বৃন্দাপাড়া মণ্ডপে হামলার ঘটনায় মামলা করে মণ্ডপ কর্তৃপক্ষ।

মণ্ডপের সাধারণ সম্পাদক সুবির চন্দ্র সাহা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাতনামাকে আসামি করে বৃহস্পতিবার বিকেলে মামলা করেন।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মণ্ডপে হামলার মামলায় এজাহারে নাম থাকা তিনজনসহ ১০ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সিলেট

কুমিল্লার ঘটনায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগের ৬টি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে হামলা, ভাঙচুর করা হয়। এ তিন দিনে বিভাগের অন্তত ১৭টি মণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর করা হয়েছে। হামলা করা হয় পুলিশের ওপরও। বিপুলসংখ্যক লোককে আসামি করা হলেও এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে।

সিলেটের জকিঞ্জের কালিগঞ্জে বিক্ষোভ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে আহত হন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন। এ ঘটনায় ৪৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেট নগরের আখালিয়ার হালদারপাড়ায় ভাটি বাংলা অগ্রদূত যুব সঙ্ঘের মণ্ডপে শুক্রবার হামলার ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এ মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। রোববার সকাল পর্যন্ত এ মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয় পাঞ্জারাই জিকে ওয়াই দাখিল মাদ্রাসার ছাত্ররা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নবীগঞ্জ থানার ওসিসহ ২০ জন আহত হন।

এ ঘটনায় নবীগঞ্জ থানার এসআই অমিতাভ বাদী হয়ে ১২০ জনকে আসামি করে মামলা করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মদা ইউনিয়নে বুধবার রাতে ৩টি মন্দিরে হামলার ঘটনায় ৪০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পূজামণ্ডপে ভাঙচুর ও হামলার ঘটনায় ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই রাতেই উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মঈডাইল ও কামারছড়ায় পূজামণ্ডপ ভাঙচুরের অভিযোগে দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান।

তিনি বলেন, একটিতে সাতজন এবং অন্যটিতে ১১ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দুই মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে দুইজন। আসামিদের বেশির ভাগই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক সহিংসতার জেরে ৫টি মামলা হয়েছে।

রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম জানান, এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও আইনের আওতায় আনা হবে।

গাজীপুর

গাজীপুরে তিনটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় কাশিমপুর থানায় তিনটি মামলায় ৬০০ জনকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবে খোদা জানান, এসব মামলায় ২০ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে ১৮ জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। গ্রেপ্তার বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাশুনিয়া ইউনিয়নে ধানিয়াপাড়া এলাকায় মহাশ্মশান কালীমন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দুপুরে একটি মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে কালীমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ৯ জনের নামসহ ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী নিউজবাংলাকে জানান, মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র বর্মন শুক্রবার রাতে মামলা করেন। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী

ফেনীতে মন্দির ভাঙচুর ও শহরের ট্রাংক রোডে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।

পুলিশ সদস্যকে আহত, বিস্ফোরক ও ভাঙচুরের অভিযোগে ফেনী মডেল থানায় করা মামলা দুটিতে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনির হোসেন।

তিনি জানান, এক মামলায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জন এবং আরেক মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তবে এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে এক ছাত্রকে আটক করেছে র‌্যাব। তাকেই এ ঘটনার মূল পরিকল্পনাকারী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন র‌্যাবের ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জোনায়েদ জাহেদী।

মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে ধর্মীয় সহিংসতার জেরে তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলে বাধা দিলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় শুক্রবার রাতে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও সংঘর্ষের ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

রংপুর

রংপুরের পীরগঞ্জে রোববার রাতে এক হিন্দুপাড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সে ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পীরগঞ্জে হামলায় ২০টি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর